The hottest planet is - 

A  Mercury 

B  Jupiter 

C  Venus 

D  Saturn 

Solution

Correct Answer: Option A

Solution: 

বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ । এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত । সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার; 

এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার । সূর্যকে এক বার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন । সুতরাং বুধ গ্রহে ৮৮ 

দিনে এক বছর হয় । নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে বুধের সময় লাগে ৫৮ দিন ১৭ ঘন্টা । সুতরাং বুধের একদিন আমাদের ৫৮

দিন ১৭ ঘন্টার সমান । সুর্যের খুব কাছের গ্রহ বুধের তাপমাত্রা খুব বেশি । এ তাপে সীসা ও দস্তার মত ধাতু 

গলে বাষ্প হয়ে যায় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions