Sonali Bank -2014 (Officer/Cash) (98 টি প্রশ্ন )

 

৫/৮ অংশ=১২০০০০ টাকা ১ বা সম্পূর্ণ অংশ=১২০০০০ x ৮ /৫ =/192,000

 

 

am ÷ an =am-n

যদি বেইস সমান হয় এবং ভাগ থাকে তবে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ হবে।

 


 

প্রথম নল,

৪ মিনিটে ভরে ১ চৌবাচ্চা

১ মিনিটে ভরে ১/৪ চৌবাচ্চা

দ্বিতীয় নল,

১২ মিনিটে ভরে ১ চৌবাচ্চা

১ মিনিটে ভরে ১/১২ চৌবাচ্চা

সুতরাং,

১ মিনিটে ২ টি নল একত্রে ভরে = (১/৪+১/১২) চৌবাচ্চা

                                 = (৩+১/১২) চৌবাচ্চা

                                 = ৪/১২ চৌবাচ্চা

                                 = ১/৩ চৌবাচ্চা

এখন,

২ নল মিলে,

১/৩ চৌবাচ্চা ভরে ১ মিনিটে

১ চৌবাচ্চা ভরে ১/(১/৩) মিনিটে 

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ = 55°

ধরি, ত্রিভুজটি ABC, যেখানে AB = AC
অতএব, ভূমি সংলগ্ন দুই কোণ সমান হবে।

সুতরাং,
∠B = ∠C = 55°

ত্রিভুজের তিনটি কোণের যোগফল = 180°

অতএব,
∠A + ∠B + ∠C = 180°
⇒ ∠A + 55° + 55° = 180°
⇒ ∠A + 110° = 180°
⇒ ∠A = 180° − 110°
⇒ ∠A = 70°

অতএব, শীর্ষ কোণের পরিমাণ 70°


 

কাগজের পূর্ব মূল্য=২ক কাগজের  বর্তমান মূল্য=৩ক বৃদ্ধি =(৩ক-২ক)=ক ২ক  টাকায় এ বৃদ্ধি পায় ক টাকা ১  টাকায় এ বৃদ্ধি পায় ক/২ক টাকা ১০০  টাকায় এ বৃদ্ধি পায় ১০০ x ক/২ক টাকা=৫০ টাকা

 

 

ইংরেজীতে ফেল করে= (৫২-১৭) জন=৩৫ জন গনিতে ফেল করে= (৪২-১৭)%=২৫ জন পাশ করে ={১০০-(৩৫+২৫+১৭)} জন=২৩ জন পাশ করে ২৩%

 

 

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা  ১  টাকার ১ বছরের সুদ ৫/১০০ টাকা ৭০০০ টাকার ৫ বছরের সুদ  ৭০০০x৫x৫/১০০=১৭৫০ টাকা

 

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

১/২ কাজ করে ৭ দিনে ১ বা সম্পূর্ণ কাজ করে ৭x২=১৪ দিনে কাজটি ১৪ দিনে সম্পন্ন করতে পারে ১০ জন কাজটি  ১ দিনে সম্পন্ন করতে পারে ১০x১৪ জন কাজটি ৫ দিনে সম্পন্ন করতে পারে ১০x১৪/৫ জন=২৮ জন

 


বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ - ৯৪ (সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা) -এ সুপ্রীম কোর্ট নিয়ে বলা হয়েছেঃ
 
(১) ''বাংলাদেশ সুপ্রীম কোর্ট'' নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে।
(২) প্রধান বিচারপতি (যিনি ''বাংলাদেশের প্রধান বিচারপতি'' নামে অভিহিত হইবেন) এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে।
(৩) প্রধান বিচারপতি ও আপীল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন।
(৪) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন।”

512 + 513 উৎপাদকের নিয়মে করার চেষ্টা করুন।

512 + 513 = 512(1+5)= 512 × 6

513 = 6.512-512= 5.512 
তাহলে,
512+513 
= 512+ 5.512  
= 6.512


 

দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে, একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে।

 





Robert Browning  ছিলেন Victorian Period এর বিখ্যাত কবি ও নাট্যকার ।
তিনি সাহিত্যে   নোবেল পুরস্কার পাননি ।
তার উপাধি -The Master of Dramatic Monologue .
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - The Ring of The Book , My Last Dutches,My Last Ride Together , A Lover's Quarrel .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 

One যদি subject হয় তাহলে possessive his/her না হয়ে, one's হবে।  

 

As if, as though, wish এরপর to be verb সবসময় were হয়, অন্য কোন verb আসলে তার past tense হয়।
 

Correct spelling হবে occasion.  

 

Accept: reject,
straight: curved,
Short: long এই জোড়াগুলি antonymous
কিন্তু happy: pleased এই জোড়াটি synonymous
 

এটি একটি বহুল ব্যবহৃত সূত্র। a2-b2= (a+b)(a-b)

(√5+√3) (√5-√3)

= (√5)2- (√3)2

= 5 - 3

= 2

কোন সংখ্যার রুটের উপর স্কয়ার থাকলে শুধুমাত্র সংখ্যাটি থাকবে।  

 

 

Whole sale-- অর্থ পাইকারী বিক্রয় এর opposite হল retail-- খুচরা বিক্রয়।

 

 

এধরনের অংকে একটি সাধারণ ফর্মূলা মনে রাখতে হবে। x যদি পাওয়ারে থাকে তবে বেইস সমান করতে হবে এবং x  যদি বেইসে থাকে তবে পাওয়ার সমান করতে হবে। 24x-12 এ 2 হল বেইস এবং 4x-12  হল পাওয়ার।

24x-12 = 16

24x-12 = 24

4x-12=4

4x = 16

X=4

 

Herosim—বীরত্ব । Abstract noun-এর কোনো physical existence থাকে না এবং তা কোনো অবস্তুগত ধারনা বা গুনকে নির্দেশ করে। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0