Pubail Bank Ltd. - Senior Officer - 2017 (99 টি প্রশ্ন )

-যেসব Network দূরবর্তী স্থানসমূহের মাঝে করা হয় তাকে WAN বলে । 

যেমনঃ ঢাকা, চট্রগ্রাম -নিউইয়র্ক এমন তিনটি শহরের মধ্যে Network স্থাপন করা হয় তবে তাকে WAN (Wide Area Network) বলা হয় । 

-এই Network system ও Transmission media হিসেবে টেলিফোল লাইন, স্যাটেলাইট, Microwave, Fiver optic Cable 

ব্যবহৃত হয় । 




Solution: 

Flash মেমোরির কর্মপদ্ধতি অনেকটা ইপিরমের মত কিন্তু একে কম্পিউটারের অভ্যন্তরে থাকা অবস্থায় পুনরায় 

Program করা যায় । যে সমস্ত পরিস্থিতিতে Floppy dise বা Hard disc এর কার্যপ্রণালীর নির্ভরযোগ্যতা হারানোর 

সম্ভাবনা আছে, সে সব কাজের জন্য এই Flash memory ব্যবহার করা হয়ে থাকে । 




Solution: 

 Interpol (International Criminal Police Organization) প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে । বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯০টি । 

বাংলাদেশ এই সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালের ১৪ই অক্টোবর । 


Solution: 

 27 September, 2015 সালে মোট 17 টি Sustainable Development Goals ( SDGs), 169 টি  Targets এবং 304 টি Indicators সহ Sustainable Development Goal of United Nations তৈরী হয় ।

 17 টি Sustainable Development Goals (SDGs) গুলো হলোঃ  

1.         No Poverty    2.              Zero Hunger   
3.    Good Health & Well-Being    4.         Quality Education  
5.        Gender Equality    6.      Clean Water & Sanitation  
7.   Affordable & Clean Energy   8.   Decent work & Economic Growth  
9.  Industry, Innovation & Infrastructure     10.      Reduced Inequality 
11.  Sustainable Cities & Communities   12. Responsible Consumption & Production    
13.         Climate Action   14.           Life Below Water 
15.         Life on Land   16.      Peace, Justice & Institutions 
17. Partnerships for the Goals   

Solution: 

 ১৫ই জুন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত উন্নয়নশীল দেশসমূহের সংগঠন D-8 এর সদস্য রাষ্ট্রগুলো হলোঃ তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া এবং নাইজেরিয়া । এর সদর দপ্তর তুরষ্কের ইস্তাম্বুলে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ 15 টি । এর মধ্যে 5 টি হলো স্থায়ী সদস্য দেশ; আর 10 টি হলো অস্থায়ী সদস্য দেশ।
- 5 টি স্থায়ী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন ।
- উল্লেখ্য, এই পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয় । 


 আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ এই তিনটি হচ্ছে OIC এর অফিসিয়াল ভাষা । 



 World heritage তিনটি হলোঃ ০১. ষাট গম্বুজ মসজিদ; ০২. পাহাড়পুরের বৌদ্ধ বিহার; ০৩. সুন্দরবন । 



প্রাক-মুঘল আমলে নির্মিত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী (র) । এর অবস্থান বাগেরহাটে ।  


Solution: 

প্যারিচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল' । ১৯৫৪ খ্রিষ্টাব্দে থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত 

হয়ে ১৮৫৮ খ্রিষ্টাব্দে গ্রন্থাকারে প্রকাশ পায় । তার রচিত গ্রন্থগুলো হলোঃ মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯),

বামারঞ্জিক (১৮৬০), পীতাস্কুর (১৮৬১), যৎকিঞ্চিৎ (১৮৬৫), অভেদী (১৮৭১) ইত্যাদি । 



Solution: 

 ২০১৬ সালে মোট ৬টি ক্যাটাগোরিতে ১৬ জনকে একুশে পদক প্রদান করা হয় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীতে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর হলেও তা কার্যকর হয় ৬ জুন ২০১৫ সালে । 

এর ফলে বাংলাদেশ ১১১টি ছিটমহল লাভ করে যায় আয়তন ১৭,১৬০,৬৩ একর । 


Solution: 

 'মনপুরা-৭০' ছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা আরো কিছু বিখ্যাত চিত্রকর্ম হলোঃ ম্যাডোনা-৪৩, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা ইত্যাদি । 


Solution: 

 ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ঢাকায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় । এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন এবং

প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এ মামলার একমাত্র জীবিত সদস্য সাবেক স্পিকার লে. কর্ণেল শওকত আলী ।  


Solution: 

 নৌকার মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল গমণকারী এই ভ্রাম্যমান জনগোষ্ঠীকে বেঁদে বলা হয় । এটা গ্রাম বাংলার 

একটা ঐতিহ্য । সাপ খেলা দেখানো, ঔষধ বিক্রয় ছাড়াও এরা বিভিন্ন পেশায় নিয়োজিত  ।  


Solution: 

 এটি বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ । ২০০০ সালে এই ছেঁড়া দ্বীপের সন্ধান পাওয়া যায় । এর আয়তন ৩ বর্গকিঃমিঃ ।  


Solution: 

 ১৯৭২ সালের সংবিধানে যে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল, সেই চারটি মূলনীতিই প্রকাশ করে জাতীয় 

প্রতীকের চারটি তারকা । 

উল্লেখ্য, চারটি মূলনীতি হলোঃ ০১. জাতীয়তাবাদ; ০২. ধর্ম নিরপেক্ষতাবাদ;  ০৩. সমাজতন্ত্র; ০৪. গণতন্ত্র । 




Solution: 

 পাঁচন বা পাঁচন অর্থ পরিপাককারী; হজমি । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0