Which of the following is the effect of inflation ?
Correct Answer: Option A
Solution:
মুদ্রাস্ফীতিতে (Inflation) সমাজের সকল মানুষ সমানভাবে প্রভাবিত হয় না । মুদ্রাস্ফীতিতে কতিপয় লোকের উপকার হয়
এবং বেশির ভাগ লোকের অপকার হয় । আবার মুদ্রাস্ফীতিতে যারা উপকৃত হয়, মুদ্রাসংকোচনে তারা ক্ষতিগ্রস্ত হয় ।
মুদ্রাস্ফীতি বা অর্থের মূল্যের পরিবর্তনের প্রতিক্রিয়া নিম্নরুপঃ
| 1. উৎপাদন অ কর্মসংস্থানের উপর প্রভাব | 2. সম্পদের বন্টনের উপর প্রভাব |
| 3. শ্রমিক সম্প্রদায় মুদ্রাস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয় | 4. নির্দিষ্ট আয়ের লোকের জীবন যাত্রার মান কমে যায় |
| 5. মুদ্রাস্ফীতির ফলে ঋণগ্রহীতার উপর হয় ও ঋণদাতার ক্ষতি হয় |
|
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions