Karmasangsthan Bank Officer (Cash) –2015 (39 টি প্রশ্ন )

১ম পদ, 1 + 2 = 3

২য় পদ, 3 + 3 = 6

৩য় পদ, 6+4 = 10

৪র্থ পদ, 10+5 = 15

৫ম পদ, 15 + 6 = 21

৬ষ্ঠ পদ, 21 + 7 = 28

৭ম পদ, 28 + 8 = 36

৮ম পদ, 36 + 9 = 45

৯ম পদ, 45 + 10 = 55

১০ম পদ = 55


 

(A – 5) দ্বারা বিভাজ্য মানে,

Equation টিতে A -5 = 0 বা, A = 5 বসালে সমাধান হবে শূন্য (0)

সুতরাং,

f(A) = A2+7A+B

f(5) = 52+7*5+B = 0

       => 25 + 35 + B = 0

       => 60 + B = 0

       => B = - 60

 

 

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৮।

 


 

২০% লাভে,

খরচ ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১২০ টাকা

২০%লাভে,

ক্রয়মূল্য ১২০ টাকা হলে খুচরা বিক্রয় মূল্য = ১২০+(১২০ এর ২০/১০০)=১২০+২৪=১৪৪ টাকা 

 

 

2x2+x-15

or,2x2+6x-5x-15

or,2x(x+3)-5(x+3)

or,(2x-5)(x+3)

 

 

ধরি, সংখ্যাটি "ক"

প্রশ্নমতে,

ক/৪ = ক/৫+২০

ক/৪-ক/৫=২০

বা,৫ক-৪ক/২০=২০

বা,ক/২০=২০

বা,ক=৪০০

 

 

১৬ জন ছেলের মোট ওজন =৫০ X ১৬=৮০০ কেজি

৪ জন ছেলের মোট ওজন =৪০X৪ =১৬০ কেজি

সুতরাং,(১৬+৪)=২০ জনের মোট ওজন =(৮০০+১৬০)=৯৬০ কেজি

গড় ওজন  = ৯৬০/২০ =৪৮ কেজি 

 

 

 

here, a+b=b+c+12

         so,a=c+12

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। বইটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী। গ্রামের পটভূমিতে শশী, কুসুম-সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী ও প্রেক্ষাপট।

 


WWW এর পূর্ণরুপ হল World Wide Web, একে সংক্ষেপে ওয়েব পেজ বা ওয়েব বলে ।
- টিম বারনাস লিকে WWW এর জনক বলা হয় ।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ড CERN ল্যাবে দায়িত্ব পালনকালে তিনিত এর উদ্ভাবন করেন.
- WWW হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ । এর মাধ্যমে ভ্রমণ করে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্যভাণ্ডার রয়েছে তার যে কোনটিতে পৌছে যেতে পারেন । সাধারণত text,গ্রাফিক্স ,অডিও বা ভিডিও যেভাবেই থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা হুবহু দেখতে পায় ।







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫ টি।এর মধ্যে ৫ টি স্থায়ী সদস্য।স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে ।




Primeval -সনাতন
Simultaneous -একই সময়ে ঘটছে এমন ,যুগপৎ
Commensurate -সমপরিমাণ মিশ্রিত
Contained -সংযত করা
Satisfactions অল্প ও ক্ষুদ্র ছিল ,তবুও তাদের ঐ সন্তুষ্টি অল্প সাধারণ কিছুর মধ্যেই সীমাবদ্ধ ছিল

Pick a quarral with somebody মানে কারো সাথে ঝগড়া করা, যা এই বাক্যের মাঝে সঙ্গতিপূর্ণ। তাই প্রশ্নে উল্লিখিত অপশন গুলিতে Picked up,Picked on থাকায় সেগুলো উত্তর হিসেব আসবে না
বাক্যের অর্থঃমারিয়া রানীর সাথে অপ্রয়োজনীয় বিবাদ করল ও পার্টি ত্যাগ করে চলে গেল


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0