গ্রামীন ব্যাংক (প্রবেশনারি অফিসার) - ০৩.০৩.২০২৩ (78 টি প্রশ্ন )
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
৮-১১=৩
১১-১৭=৬
১৭-২৯=১২
২৯-৫৩=২৪
∴পরবর্তী সংখ্যা = ৫৩ + ৪৮ = ১০১

দেওয়া আছে,

(x+2)+3=3(x+2)

⇒ x + 2 + 3 = 3x+6

⇒ x + 5 = 3x+6

⇒ x - 3x = 6-5

⇒ -2x = 1

⇒ x = -1/2

 

2x + 2x+ 2x+ 2= 2n

⇒4.2x = 2n

⇒ 2².2x = 2n

⇒ 2x+2 = 2n

⇒ x + 2 = n

⇒ x = n - 2

 

মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ১০ এর ৩০% = x এর ১০%
⇒১০×(৩০/১০০) = x × (১০/১০০)
⇒ ৩০০ =  x × ১০
⇒ x = ৩০


X° = ১
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, (x/2)+6 = 2x/3
⇒(2x/3)- (x/2) = 6
⇒ (4x-3x)/6 = 6
⇒ x/6 = 6
⇒ x = 36



 কোন সংখ্যা হতে সেই সংখ্যা বিয়োগ করলেই

শুধুমাত্র বিয়োগফল শূন্য হবে।

.: -১ হতে -১ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে।

 


মনেকরি, সংখ্যাটি = x

শর্তমতে, X - ৭৪২ = ৮৩০ - X

⇒২x = ৮৩০ + ৭৪২

⇒ ২x = ১৫৭২

∴ x = ১৫৭২/২ =৭৮৬

A/S: সংখ্যাটি = (৭৪২+৮৩০)/২=৭৮৬

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এখানে, ১২০ = ২×২×২×৩×৫

= (২ × ২) × ৫× (২×৩)

=৪× ৫× ৬

∴ ক্রমিক সংখ্যাত্রয় = ৪, ৫ ও ৬

এদের যোগফল = ৪+৫+৬=১৫

 

-Noun; Heart

-Verb; Hearten

-Adjective; hearty/heartening

-Adverb; Heartily


- অতীতের দুটি কাজ since দ্বারা যুক্ত হলে একটি অংশে past indefinite থাকলে অপর অংশে past perfect tense.
- Some days have passed since my father died আমার বাবা মারা গেছে বেশ কিছু দিন হয়ে গেল ।
'কোনো কিছু থেকে স্বাধীন/মুক্ত’ অর্থ প্রকাশ করতে independent এর পরে preposition হিসেবে of বসে ।
- যে সকল pronoun দুটি sentence বা sentence এর clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে relative pronoun বলে।
- যেমন: Who, which, what, that ইত্যাদি।
বিশুদ্ধ বানান- Amateur ( অপেশাদার)।
Preposition সাধারণত noun এর পূর্বে বসে। প্রদত্ত বাকো under শব্দটি বাক্যের noun 'a tree' এর পূর্বে বসায় এটি preposition হিসেবে বিবেচিত হয়েছে।
- Agendum (আলোচ্যসূচি) singular form-টির plural noun হচ্ছে agenda.
- এছাড়া, datum every, each শব্দগুলো singular হিসেবে ব্যবহৃত হয়।
As well as দ্বারা একাধিক subject যুক্ত হলে ১ম subject অনুযায়ী verb বসবে। ১ম subject Runa'" Singular হওয়ায় verb-টিও singular অর্থাৎ শূন্যস্থানে is বসবে। Runa as well as Jhuma is happy- রুনা এবং ঝুমা খুশি ।
-শূন্যস্থানে am বসালে বাক্যটি grammatically সঠিক হবে।
-Relative pronoun এর antecedent অনুযায়ী verb নির্ধারিত হয়।
-Relative pronoun পূর্বে I থাকায় verb হিসেবে am বসবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এটি একটি optative sentence. সাধারণত যে বাক্যে মঙ্গল কামনা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে optative sentence বলে। এর structure: May + sub + verb + object. যেমন: May Allah help you.
১৫-২১ জুন, ২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশের ৬ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী ৬৮.৪৯ শতাংশ লোক গ্রামে বাস করে। আর শহরে বাস করে ৩১.৫১ শতাংশে।
বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার য আয়তন পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়। সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশি আছে। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। সমান মাপের ইস্পাত ও রাবারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রাবারের অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
- এর দৈর্ঘ্য ১৮ কি.মি।
- এটি পটুয়াখালী জেলায় অবস্থিত।
- অন্যদিকে, কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটন রাজধানী বলা হয়।
- এর দৈর্ঘ্য ১২০ কি.মি।
- এটি পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ।
সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খানকে বাংলা অধিকারে প্রেরণ করে। তিনি মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন ‘জাহাঙ্গীরনগর’ ।
- ১৯২৬ সালে জন এল বেয়ার্ড টেলিভিশন  আবিষ্কার করেন।
- বাংলাদেশের পুরাতন দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি ছিল।
- তবে বর্তমান প্রচলিত দশ টাকার নোটে বাইতুল মোকাররম এর ছবি আছে।

- এক টাকা, দুই টাকা এবং পাঁচ টাকার নোটকে বলা হয় সরকারি মুদ্রা। তাই ঐ তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 
- এছাড়া বাকি সব টাকার নোটে কেন্দ্রীয় ব্যংকের গভর্নরের স্বাক্ষর থাকে। 
- বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- ২ টাকার মুদ্রায় 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি রয়েছে।
- ১ টাকার মুদ্রায় 'পরিকল্পিত পরিবার' ও 'সবার জন্য খাদ্য' স্লোগানটি রয়েছে।
ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা। এ মুদ্রায় লেনদেনের জন্য কোন আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দরকার পড়ে না। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার টু পিয়ার) লেনদেন করা হয়। ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয়। এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা খাতুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে তিনি সপরিবারে শহিদ হন।
২০২২ সালে নেপালে অনুষ্ঠিত ৬ষ্ঠ সার্ক মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আর রানার্স আপ হয় নেপাল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০২৩ সালে ১৩তম আইসিসি ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হবে। এ বিশ্বকাপে ১০টি দেশ অংশগ্রহণ করবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0