Solution
Correct Answer: Option C
⇒ উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটল (Aristotle)-এর।
⇒ এরিস্টটল তাঁর বিখ্যাত গ্রন্থ ‘The Politics’-এ এই মতবাদ ব্যক্ত করেছেন।
⇒ তিনি বিশ্বাস করতেন, মানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব। যারা সমাজের বাইরে বাস করে, তারা হয় পশু, না হয় দেবতা।
⇒ এখানে ‘Political’ শব্দটি গ্রিক শব্দ ‘Polis’ (নগররাষ্ট্র) থেকে এসেছে, যার অর্থ মানুষ স্বভাবতই রাষ্ট্র বা সমাজ গঠন করে বসবাস করতে পছন্দ করে।