The Harvest Moon is the full moon nearest the equinox ______ a period of several days when the moon rises soon after sunset 

A  It brings 

B  bringing 

C  for bringing 

D  brings 

Solution

Correct Answer: Option B

শূন্যস্থানে Harvest Moon এর পরিবর্তে Which বসতে পারে । আর এর সাথে brings হতে পারে । তাই অপশন 

a) এর It brings বা অপশন d) এর brings বাদ যাবে । এখন which না থাকায় ভিন্নভাবে চিন্তা করতে হবে । আপনি 

যদি Verb + ing এই Structure এ চিন্তা করেন তবে শূন্যস্থানে Bringing বসালে বাক্যটি অর্থবোধক হয় । তাই অপশন c) 

এর for bringing না হয়ে অপশন b) এর Bringing হবে । 

বাক্যের অর্থঃ দিন রাত্রি যখন সমান হয় তখন Harvest moon হচ্ছে নিকটতম পূর্ণিমা যা কিছু সংখ্যক এমন দিন আনয়ন করে যে 

দিনগুলোতে সূর্য অস্তমিত হবার পরপরই চন্দ্র উদিত হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions