A hawker takes 1.25 hours to deliver newspapers on his route. Another hawker takes 15 minutes longer to deliver these papers on the same route. How long would it take to deliver the papers if both of them worked together ?
Correct Answer: Option C
Solution:
অনুবাদঃ একজন হকারের পত্রিকা পৌছে দিতে সময় লাগে 1.25 ঘন্টা এবং অপর একজন হকারের পৌছে দিতে
আরো 15 মিনিট বেশি সময় লাগে । এখন প্রশ্ন হলো উভয় ব্যক্তিই যদি এই পত্রিকা পৌছে দেয়ার কাজ করে তবে
তাদের কতক্ষণ সময় লাগে ?
দুই জনের একসাথের কাজ = \(\frac{{A \times B}}{{A + B}}\) -সূত্রে
A = 1.25 ঘন্টা = 1.25 \( \times \) 60 মিনিট = 75 মিনিট
এবং B = 75 + 15 = 90 মিনিট বসালে পাই
দুই জনের একসাথের কাজ = \(\frac{{75 \times 90}}{{75 + 90}} = \frac{{6750}}{{165}}\)
= 40.90 মিনিট ।
উত্তর অপশনে 40.90 মিনিটের কাছাকাছি মান হিসেবে 40 মিনিট আছে বলে সেটাই উত্তর হবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions