কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে , ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করেছে ।যেমন - TCP / IP , FTP ইত্যাদি ।
- ইন্টারনেট একটি Packet switched network। - Packet switched network: এই ধরণের নেটওয়ার্কে, ডেটা কে ছোট ছোট অংশে ভাগ করা হয় যাকে প্যাকেট বলা হয়। প্রতিটি প্যাকেটে ডেস্টিনেশন অ্যাড্রেস এবং ডেটা নিজেই থাকে। প্যাকেটগুলি তখন স্বাধীনভাবে নেটওয়ার্কের উপর পাঠানো হয়, সবচেয়ে কার্যকর রুট নেওয়া হয়। এটি নেটওয়ার্ক রিসোর্সের দক্ষ ব্যবহারের অনুমতি দেয় কারণ একাধিক ট্রান্সমিশন একই চ্যানেল শেয়ার করতে পারে একে অপরের সাথে হস্তক্ষেপ না করে।
- Circuit switched network: এই ধরণের নেটওয়ার্কে, দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য একটি ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল তৈরি করা হয়। এটি ট্র্যাডিশনাল টেলিফোন লাইনের মতো, যেখানে দুটি ফোনের মধ্যে কল শেষ না হওয়া পর্যন্ত একটি ফিজিক্যাল কানেকশন তৈরি থাকে।
- Cell switched network: এই ধরণের নেটওয়ার্কে, ভৌগোলিক এলাকাটিকে ছোট ছোট সেলে ভাগ করা হয় এবং প্রতিটি সেলের নিজস্ব বেস স্টেশন থাকে। ডিভাইসগুলির মধ্যে যোগাযোগ এই বেস স্টেশনের মাধ্যমে ঘটে এবং ডিভাইসটি স্থানান্তরিত হওয়ার সাথে সাথে কানেকশন একটি সেল থেকে অন্য সেলে স্যুইচ করা হয়। এটি মূলত সেলুলার ফোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
র্যামকে (RAM) অস্থায়ী(Volatile) মেমোরি বলা হয় । কারণ, কম্পিউটার যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ চালিত থাকে ততক্ষণ র্যাম-এ তথ্যসমূহ সংরক্ষিত রাখে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে র্যাম তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- GET and POST are the two most commonly used HTTP methods. - GET is used to retrieve data from a server, while POST is used to create or update data on a server.
- প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয় । কারণ, এই দিনটিতে International Committee of the Red Cross (ICRC) এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828) জন্মগ্রহণ করেন । - তিনি প্রথম শান্তিতে নোবেল পান । - Red Cross প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে ।
G-15 (Group of 15) হলো এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।
স্নায়ুযুদ্ধের সময় বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ওপর ভিত্তি করে দেশগুলোকে তিনটি ভাগে ভাগ করা হতো।
প্রথম বিশ্ব (First World): উন্নত পুঁজিবাদী দেশসমূহ (যেমন- যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ)।
দ্বিতীয় বিশ্ব (Second World): সমাজতান্ত্রিক দেশসমূহ (যেমন- সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
তৃতীয় বিশ্ব (Third World): এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সেই সব দেশ যারা কোনো ব্লকের অন্তর্ভুক্ত ছিল না এবং অর্থনৈতিকভাবে উন্নয়নশীল বা অনুন্নত।
G-15 এর গঠন: ১৯৮৯ সালে বেলগ্রেডে 'জোটনিরপেক্ষ আন্দোলন' (NAM)-এর ৯ম শীর্ষ সম্মেলনে জি-১৫ গঠিত হয়। - এর সদস্য দেশগুলো (যেমন- ভারত, ব্রাজিল, মিসর, মালয়েশিয়া ইত্যাদি) মূলত উন্নয়নশীল দেশ।
যেহেতু জি-১৫ এর সদস্য দেশগুলো উন্নত বিশ্বের (প্রথম বিশ্ব) অংশ নয় এবং সমাজতান্ত্রিক ব্লকেরও (দ্বিতীয় বিশ্ব) মূল অংশ নয়, বরং এরা উন্নয়নশীল দেশ, তাই এদেরকে Third World Nations বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। বর্তমানে এদেরকে 'Global South' বা উন্নয়নশীল দেশও বলা হয়ে থাকে।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।