Janata Bank 2015 AEO(Teller) (100 টি প্রশ্ন )


(1000)7 / 1018 

= (103)7 / 1018 

= 1021/1018 

= 1021-18 

=103

=1000

 




কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে , ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করেছে ।যেমন - TCP / IP , FTP ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইন্টারনেট একটি Packet switched network।
- Packet switched network: এই ধরণের নেটওয়ার্কে, ডেটা কে ছোট ছোট অংশে ভাগ করা হয় যাকে প্যাকেট বলা হয়। প্রতিটি প্যাকেটে ডেস্টিনেশন অ্যাড্রেস এবং ডেটা নিজেই থাকে। প্যাকেটগুলি তখন স্বাধীনভাবে নেটওয়ার্কের উপর পাঠানো হয়, সবচেয়ে কার্যকর রুট নেওয়া হয়। এটি নেটওয়ার্ক রিসোর্সের দক্ষ ব্যবহারের অনুমতি দেয় কারণ একাধিক ট্রান্সমিশন একই চ্যানেল শেয়ার করতে পারে একে অপরের সাথে হস্তক্ষেপ না করে।

- Circuit switched network: এই ধরণের নেটওয়ার্কে, দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য একটি ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল তৈরি করা হয়। এটি ট্র্যাডিশনাল টেলিফোন লাইনের মতো, যেখানে দুটি ফোনের মধ্যে কল শেষ না হওয়া পর্যন্ত একটি ফিজিক্যাল কানেকশন তৈরি থাকে।

- Cell switched network: এই ধরণের নেটওয়ার্কে, ভৌগোলিক এলাকাটিকে ছোট ছোট সেলে ভাগ করা হয় এবং প্রতিটি সেলের নিজস্ব বেস স্টেশন থাকে। ডিভাইসগুলির মধ্যে যোগাযোগ এই বেস স্টেশনের মাধ্যমে ঘটে এবং ডিভাইসটি স্থানান্তরিত হওয়ার সাথে সাথে কানেকশন একটি সেল থেকে অন্য সেলে স্যুইচ করা হয়। এটি মূলত সেলুলার ফোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
র‍্যামকে (RAM) অস্থায়ী(Volatile) মেমোরি বলা হয় । কারণ, কম্পিউটার যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ চালিত থাকে ততক্ষণ র‍্যাম-এ তথ্যসমূহ সংরক্ষিত রাখে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে র‍্যাম তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- GET and POST are the two most commonly used HTTP methods.
- GET is used to retrieve data from a server, while POST is used to create or update data on a server.


- প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয় । কারণ, এই দিনটিতে  International Committee of the Red Cross (ICRC) এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828) জন্মগ্রহণ করেন ।
- তিনি প্রথম শান্তিতে নোবেল পান ।
- Red Cross প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে । 






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0