Pubail Bank Ltd. - Trainee Assistant Teller - 2017 (99 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 বাংলাদেশে মোট তিনটি সমুদ্র বন্দর রয়েছে । এর মধ্যে পায়রা সমুদ্র বন্দর নির্মাণাধীন । এটি পটুয়াখালীর কলাপাড়ায় 

রাবনাবাদ চ্যানেলে অবস্থিত । 

i
ব্যাখ্যা (Explanation):
সম্রাট জালালউদ্দিন আকবরে সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। 
 - তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
 - তিনি ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
 - তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেন। 
 - তিনি ‘অমৃতসর স্বর্ণমন্দির’, ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করেন।
 - ‘জিজিয়া কর’ ও ‘তীর্থ কর’ স্থগিত করেন সম্রাট আকবর।
 - তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন,  ‘মনসবদারি প্রথা’ হলে সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা
 - তিনি দীন-ই-ইলাহী নামে একেশ্বরবাদ ধর্মমত প্রচলন করেন যার অনুসারী ছিলেন ১৭ (মতান্তরে ১৯ জন) জন।
 - বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
 - সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল
 - সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন
 - আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশকে স্বীকৃত দানকারী,
-প্রথম উত্তর আমেরিকার দেশঃ বার্বাডোস
-১৯৭২ সালের ২০ জানুয়ারি  বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ এপ্রিল,১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল।
-১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ।

প্রথম ইউরোপীয় দেশ-পূর্ব জার্মানি।
-১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি।
-১২ জানুয়ারি,১৯৭২ সালে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।
প্রথম দক্ষিণ আমেরিকার দেশ -ভেনেজুয়েলা ।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 

 বর্তমান নাম     নেয়াখালী     ময়মনসিংহ   সোনারগাঁও      
 পূর্ব নাম    সুধারাম/ভুলুয়া     নাসিরাবাদ    সুবর্ণগ্রাম 
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 আবুল ফজল এর ছদ্মনাম ছিলো শমসের উল আজাদ । 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 বীরশ্রেষ্ঠদের নাম    সমাধিস্থল   
 ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ       যশোর 
 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর   চাঁপাইনবাবগঞ্জ  
 ফ্লাইট লে. মতিউর রহমান       ঢাকা 

 

   বীরশ্রেষ্ঠদের নাম    সমাধিস্থল   
 ল্যান্স নায়েক মুন্সি আব্দর রউফ    রাঙ্গামাটি 
 ইঞ্জিনরুম আর্টি. রুহুল আমিন     খুলনা 
 সিপাহী হামিদুর রহমান     ঢাকা 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 প্রথম বাঙালি মালিকানার বেসরকারি ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক । বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে 

 ডাচ্‌ বাংলা ব্যাংক লিমিটেড । 

i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার হলেন মোহাম্মদ উল্লাহ । সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও 

ডেপুটি স্পিকার নির্বাচন হয় । জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ বায়তুল্লাহ । 

i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 বঙ্গবন্ধু সেতুর প্রস্থ 18.5 মিটার । এই সেতুর স্থায়িত্ব ধরা হয়েছে প্রায় ১২০ বছর । 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হলো  Wimbledon ।
- ১৮৭৭ সালে লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে প্রথম উইম্বলডন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
- শুরুতে এটি কেবলমাত্র পুরুষদের জন্য খোলা ছিল।
- ১৮৮৪ সালে মহিলাদের জন্য প্রথম উইম্বলডন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
-কিউবা বিশ্বের sugar bowl হিসেবে পরিচিত।
-এটি ক্যারিবীয় অঞ্চলে চিনির বৃহত্তম উৎপাদক এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক।
-কিউবার চিনি শিল্প 16 শতকে শুরু হয় , যখন স্প্যানিশরা দ্বীপে আখ চাষের প্রবর্তন করে।
-বর্তমানে, আখ কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি।

অন্যদকে, ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, তবে এটি বিশ্বের চিনির বাটি হিসাবে পরিচিত নয়। এর কারণ হল ব্রাজিলের চিনি শিল্প তুলনামূলকভাবে নতুন।
-শ্রীলঙ্কা এবং জার্মানি চিনির প্রধান উৎপাদক নয়, তাই তাদের চিনির বাটি হিসাবে বিবেচনা করা হয় না।

সুতরাং সঠিক উত্তর হল (গ)।
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 তুরস্কের Prof. Dr. Ekmeleddin Ihsanoglu হলেন OIC এর নবম মহাসচিব । বর্তমানে OIC এর মহাসচিব হলেন 

সৌদি আরবের Dr. Yousef Bin Ahmad Al Othaimeen. 

i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 ১৯৯১ সালে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী লুনথিন এর স্থলে NASAKA বাহিনীকে সীমান্তরক্ষার দায়িত্ব দেয়া হয় । 

 ১২ই জুলাই ২০১৩ সালে সরকারি ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতি থেইন সেইনের ৫৯/২০১৩ আদেশ বলে NASAKA 

বাহিনীর কার্যক্রম বিলুপ্ত করা হয় । এই বাহিনী বিলুপ্তের পর বাংলাদেশ সীমান্তে সে দেশের আধা সামরিক বাহিনী 

লুনথিনকে সামরিকভাবে দায়িত্ব দেয়া হয় । পরবর্তীতে সীমান্তের জন্য গঠন করা হয় বর্ডার গার্ড পুলিশ (BGP). 

i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 

 নদীর নাম        আড়িয়াল খাঁ        রূপসা        পদ্মা       মধুমতি ও বলেশ্বর  
  তীরবর্তী শহর   মাদারীপুর পৌরসভা    খুলনা সদর  

 দৌলতিয়া বন্দর, আরিচা ঘাট, 

 মাওয়া বন্দর, পাটুরিয়া ঘাট 

 মিলিত হয়েছে কচুয়া 

 ও বাগেরহাটে 

i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

২৩ জুন ১৯৪৯ সালে ঢাকার কে এম দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে আওয়ামী মুসলীম লীগ গঠিত হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

Solution: 

 এরা হলো মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খিয়াং, চাক, পাংখোয়া ও তঞ্চঙ্গা । এই ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  

বসবাস রয়েছে একমাত্র বান্দরবান জেলাতে । 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ড্যাশ এর ব্যাবহারঃ

ক. কোনো কথার উদারণ বুঝাতে

খ. পৃথক ভাবাপন্ন একাধিক বাক্য এক বাক্য স্থাপন করতে - ব্যাবহার করা হয়। 

যেমনঃ তোমরা কায়িক শ্রম কর -

এতে তোমাদের সম্মান যাবেন না - বাড়বে। 

কমার (,) ব্যবহারঃ 

 ক. বাক্য পাঠকালে সুস্পষ্টত বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয় । 

  যেমনঃ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে । 

খ. সম্বোধনের পরে কমা বসাতে হয় । যেমনঃ শফিক, এদিকে এসো । 

গ. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে । যেমনঃ ১৬ই পৌষ, বুধবার, ১৪২৪ । 

 কোলনের ব্যবহারঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । 

  যেমনঃ সভায় সাব্যস্ত হলোঃ একমাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে । 

 সেমিকোলনের ব্যবহারঃ
 কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে । 
 একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিতে সেমিকোলন ব্যাবহার করা হয়। ,

সোর্সঃ ড. সৌমিত্র শেখর

i
ব্যাখ্যা (Explanation):

 ধর্মের কল বাতাসে নড়ে বা ধর্মের ঢাক আপনি বাজে অর্থ পাপ গোপন থাকে না । অন্যদিকে শাক দিয়ে মাছ ঢাকা অর্থ বড় 

 কোন ত্রুটিকে ছোট কোন কিছু দিয়ে লুকানোর চেষ্ঠা করা । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0