ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি. হতে পারে?

A

B

C

D ১১

E ১২

Solution

Correct Answer: Option C

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রে- 
১) যে কোন দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। 
২) যে কোন দুটি বাহুর পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। 

এখানে,
• বড় বাহু = ৭ সে.মি.
• ছোট বাহু = ৪ সে.মি.

তাই,
• বাহুদ্বয়ের যোগফল = ৭ + ৪ = ১১ সে.মি.
• বাহুদ্বয়ের পার্থক্য = ৭ - ৪ = ৩ সে.মি.

সুতরাং, তৃতীয় বাহুর দৈর্ঘ্য:
• ৩ সে.মি. এর বেশি হবে
• ১১ সে.মি. এর কম হবে

অর্থাৎ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions