Solution
Correct Answer: Option D
- ষোড়শ শতকের শেষে একটি নাট্যদলের উদ্ভব হয়েছিল যারা নাটক লিখতেন, আবার সেই নাটক লন্ডনের বিভিন্ন মঞ্চে তাঁরা নিজেরাই পারফর্ম করতেন, তাঁদেরকেই 'University Wits' বলা হয়।
- 'University Wits' রয়েছে ৭ জন।
তাঁরা হলো-
1. Christopher Marlowe
2. Robert Greene
3. Thomas Nashe
4. Thomas Lodge
5. George Peele
6. Thomas Kyd
7. John Lyly