কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
A (1/3) mh
B (2/3) mh
C m
D 3m/h
E 3m
Solution
Correct Answer: Option E
কামাল গড়ে ঘণ্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘণ্টা সময় নেয়,
∴ ট্রিপের দূরত্ব = 2m × h = 2mh মাইল
রোমেল একই ট্রিপ (2/3)h ঘণ্টায় শেষ করে
∴ রোমেলের গড় গতিবেগ = 2mh/{(2/3)h}
= 2m × (3/2)
= 3m