বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
A আয়কর
B আমদানী শুল্ক
C রপ্তানি শুল্ক
D মূল্য সংযোজন কর
Solution
Correct Answer: Option D
খাতাভিত্তিক রাজস্ব আদায় কার্যক্রম বিশ্লেষণে দেখা যায়, বারবারের মতো মূল্য সংযোজন কর এবারও শীর্ষ অবস্থানে রয়েছে ( স্থানীয় ও আমদানি পর্যায়সহ ) ।