Solution
Correct Answer: Option A
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি- উদ্যোক্তা এলন মাস্ক নামের এক বিলিয়নিয়ার শব্দের চেয়েও গতিশীল ইলেক্ট্রিক গারি তৈরির জন্য বিখ্যাত । ঘণ্টায় চার হাজার মাইল পাড়ি দিতে পারবে আধুনিক প্রযুক্তির এ যান । চুম্বক ও পাখার সাহায্যে বুলেটের মতো দ্রুতগতিতে ক্যাপসুল পাঠানো সম্ভব । শূন্য টিউবের একটি ক্যাপসুলে চার থেকে ছয় জন যাত্রী বাহন করা যাবে । এতি চলবে সৌরশক্তির মাধ্যমে ।