কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

A TCP/IP

B JCP/IP

C VLSI/IP

D XTP/IP

Solution

Correct Answer: Option A

ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রটোকলগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল । কেননা ইন্টারনেট প্রটোকল বলতে মূলত TCP/IP - কেই বোঝায় । ইন্টারনেট কিংবা প্রাইভেট নেটওয়ার্কের আওতায় যেকোনো দুটি কমিউনিকেশন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনে এ প্রটোকল ব্যবহার করা যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions