লোহার সাথে কী মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?

A দস্তা

B তামা

C কার্বন

D এলুমিনিয়াম

Solution

Correct Answer: Option C

লোহার সাথে কার্বন ( C ), আয়রন ( Fe ), ক্রোমিয়াম ( Cr ) ও নিকেল ( Ni ) মিশিয়ে সংকর ধাতু ইস্পাত তৈরি করা যায় । তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাঁসা তৈরি করা যায় । দস্তা ও অ্যালুমিনিয়ামের সাথে কপার মিশিয়ে যথাক্রমে পিতল ও ডুরালুমিন তৈরি করা যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions