রফিকের ওজন যদি ১৭ কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুজনের ওজনের যোগফল ১৪০ কেজি হলে রফিকের ওজন কত কেজি?
A ৫৫
B ৫৮
C ৬১
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
ধরি,
রফিকের ওজন = x
আরিফের " = ( ১৪০- x ) "
প্রশ্নমতে,
x - ১৭ = ১/২ ( ১৪০-x )
⇒ ২x - ৩৪ = ১৪০-x
⇒ ৩x = ১৭৪
x = ৫৮