বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ঃ৫ এবং দুজেনর মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে বাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
Solution
Correct Answer: Option A
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৫ = ১২
বাবুর বেতন = ৭/১২ ×২৪,০০০ = ১৪০০০ টাকা
জামালের বেতন = ৫/১২ × ২৪,০০০ টাকা
= ১০,০০০ টাকা
এক বছর পর বেতন = ১৪,০০ + ৫০০ = ১৪,৫০০ টাকা
" জামালের বেতন = ১০,০০ +৩৫০ = ১০৩০০ টাকা
অনুপাত = ১৪,৫০০ : ১০৩৫০
= ২৯০ : ২০৭