যদি 15, 28 ও 33 এই তিনটি সংখ্যার গুণফল z হয়, তাবে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
A Z/21
B Z/24
C Z/55
D সবগুলোই পূর্ণ সংখ্যা
Solution
Correct Answer: Option B
এখানে,
15 * 28 * 33 = Z
Z = 13860
এখন, 13860 সংখ্যাটি 21 এবং 55 দ্বারা বিভাজ্য হলেও তা 24 দ্বারা বিভাজ্য নয় Z / 24 কোনো পূর্ণসংখ্যা হবে না ।