একটি ক্লাবের ৮০% সদস্য পুরুষ। পুরুষ সদস্যের ৫০% পেশার ডাক্তার, ৩০% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি ৪০ জন ব্যবসায়ী। ঐ ক্লাবের মোট সদস্য সংখ্যা কত?
A ১০০
B ২০০
C ২৫০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
ধরি,
ক্লাবের মোট সদস্য = ১০০ জন
" পুরুষ " = ৮০ জন
ডাক্তার = ৮০ * ৫০/১০০ = ৪০ জন
ইঞ্জিনিয়ার = ৮০ * ৩০/১০০ = ২৪ জন
ব্যবসায়ী = { ৮০ - ( ৪০ + ২৪ ) } =১৬ জন
সুতরাং ১৬ জন ব্যবসায়ী হলে মোট সদস্য = ১০০ জন
১ " " " " " = ১০০/১৬ "
৪০ " " " " " = ১০০*৪০/ ১৬ "
= ২৫০ জন