Solution
Correct Answer: Option B
- Bertrand Russel হচ্ছে The Modern Period এর একজন লেখক।
- তাঁর পুরো নাম Bertrand Arthur William Russell
- তিনি একজন modern philosopher
- তিনি ১৯৫০ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
- বাংলা সাহিত্যে মোতাহার হোসেন চৌধুরীকে বারট্রান্ড রাসেলের ভাব-শিষ্য বলা হয়। তাঁর সুখ গ্রন্থটি বারট্রান্ড রাসেলের 'Conquest of Happiness' এর অনুবাদ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে: Art in the World, Marriage and Morals, Conquest of Happiness, Political Ideals etc