Which of the following is a novel by Jane Austen?
Solution
Correct Answer: Option D
- "Emma" হলো ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন দ্বারা রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- অন্যদিকে, "Jane Eyre" উপন্যাসটির রচয়িতা হলেন শার্লট ব্রন্টি।
- "Wuthering Heights" লিখেছেন এমিলি ব্রন্টি, যিনি শার্লট ব্রন্টির বোন।
- "Middlemarch" উপন্যাসটির লেখিকা হলেন জর্জ এলিয়ট।
- এই চারটি উপন্যাসই উনবিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা, কিন্তু শুধুমাত্র "Emma"-ই জেন অস্টেনের লেখা।