The concept of 'Negative Capability' is associated with-
Solution
Correct Answer: Option A
- 'Negative Capability' ধারণাটির প্রবর্তক হলেন বিখ্যাত রোমান্টিক কবি জন কিটস।
- তিনি ১৮১৭ সালে তাঁর ভাইদের কাছে লেখা একটি চিঠিতে সর্বপ্রথম এই ধারণাটি ব্যবহার করেন।
- এই ধারণা অনুযায়ী, একজন সৃজনশীল ব্যক্তি কোনো রকম যৌক্তিক ব্যাখ্যা বা সুনির্দিষ্ট কারণ খোঁজার চেষ্টা ছাড়াই অনিশ্চয়তা, রহস্য এবং সন্দেহের মধ্যে থাকতে পারেন।
- কিটস বিশ্বাস করতেন, महान লেখকদের, যেমন শেক্সপিয়রের, এই ক্ষমতা ছিল, যা তাঁদেরকে ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে শৈল্পিক সৃষ্টির সত্যকে তুলে ধরতে সাহায্য করত।