ঘন্টায় 60 কি.মি. বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগতে?
A 24 সেকেন্ড
B 26 সেকেন্ড
C 28 সেকেন্ড
D 30 সেকেন্ড
Solution
Correct Answer: Option A
মোট ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ৩০০ + ১০০ = ৪০০ মিটার
ঘন্টায় 60 কি.মি থেকে আমরা পাই,
৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
১ '' '' = ৩৬০০/৬০০০০ ''
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে