60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7 : 3। ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত 3 : 7 হবে?
Solution
Correct Answer: Option A
মিশ্রণে সিরাপ আছে = 60*7/10= 42 লিটার,
পানি আছে = 60* 3/10= 18 লিটার.
ধরি x পরিমাণ পানি মিশ্রণে যোগ করতে হবে।
প্রশ্নমাতে,
42 / (18 + x) = 3 / 7
⇒ 18 + x = 42*7 /3
⇒ x = 80
অতএব, মিশ্রণে 80 লিটার পানি যোগ করতে হবে।