"The Vienna Convention for the Protection of the Ozone Layer' কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়?
Solution
Correct Answer: Option A
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer হল ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণে জাতিসংঘের একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ২২ মার্চ, ১৯৮৫ সালে গৃহীত হয় এবং
- ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে কার্যকর হয়।
- এই চুক্তি অস্ট্রিয়ার ভিয়েনা শহরে স্বাক্ষরিত হয়।
- প্রথমে ২৮টি দেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- বর্তমানে এটি ১৯৮টি দেশ অনুমোদন করেছে।
- বাংলাদেশ এই চুক্তি অনুমোদন করে ২ আগস্ট, ১৯৯০ সালে।