To whom did T.S. Eliot dedicate his poem 'The Waste Land'?
Solution
Correct Answer: Option D
- আমেরিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক T.S. Eliot এর একটি বিখ্যাত কবিতা হচ্ছে The Waste Land.
- কবিতাটির জন্য তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ বিমানবিকীরণের প্রতিবাদে T.S. Eliot এক কেন্দ্রস্থিত শ্বাশত ঐতিহ্যের সন্ধানে এবং তৎকালীন আত্মসংকট থেকে উত্তরণের আকাঙ্ক্ষায় রচনা করেন তার এই দীর্ঘ কবিতা The Waste Land.
তার অন্যান্য উল্লেখযোগ্য কবিতা হচ্ছে-
- The Hollow Men,
- Gerontion,
- The Love Song of J. Altred Prufrock,
- Tradition and the Individual ইত্যাদি।