বাংলাদেশে নিবন্ধিত নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি?

A ৩০

B ৩৫

C ৩৯

D ৪৬

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

- ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর তথ্য অনুযায়ী:
- বাংলাদেশে বর্তমানে ৮২টি বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে:
- ৩৬টি জীবন বীমা কোম্পানি, এবং
- ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্তর্ভুক্ত।

- IDRA এর পূর্ণরূপ Insurance Development & Regulatory Authority.
- IDRA হচ্ছে - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠন করা হয়।
- বাংলাদেশ সরকার বীমা খাতের বিকাশ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions