'I am the master of my fate, I am the captain of my soul.' - Who wrote this?
A Robert Frost
B William Ernest Henley
C T.S. Eliot
D Walt Whitman
Solution
Correct Answer: Option B
- "I am the master of my fate, I am the captain of my soul" - এই বিখ্যাত উক্তিটি লিখেছেন ইংরেজ কবি উইলিয়াম আর্নেস্ট হেনলি (William Ernest Henley)।
- এটি ১৯শ শতাব্দীর শেষের দিকে লেখা তাঁর বিখ্যাত কবিতা "ইনভিক্টাস (Invictus)"-এর শেষ দুটি লাইন।
- এই কবিতাটি হেনলি তাঁর যন্ত্রণাদায়ক অসুস্থতার সময় এবং একটি পা হারানোর পর লিখেছিলেন, যা তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি ও প্রতিকূলতার মুখে অবিচল থাকার মনোভাব প্রকাশ করে।