Which of the following is NOT a type of Adverbial Clause?
Solution
Correct Answer: Option D
- Clause of Time: এটি সময় নির্দেশ করে। যেমন: "When the rain stopped, we went outside." (যখন বৃষ্টি থেমে গেল, আমরা বাইরে গেলাম।)
- Clause of Place: এটি স্থান নির্দেশ করে। যেমন: "Stay where you are." (যেখানে আছো, সেখানে থাকো।)
- Clause of Manner: এটি কোনো কাজ কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে। যেমন: "He talks as if he were an expert." (সে এমনভাবে কথা বলে যেন সে একজন বিশেষজ্ঞ।)
- Clause of Ownership: এটি কোনো বৈধ Adverbial Clause নয়। মালিকানা সাধারণত possessive শব্দ ব্যবহার করে প্রকাশ করা হয়।