Solution
Correct Answer: Option B
- Articles হল Noun বা Pronoun এর আগে ব্যবহৃত শব্দ যা তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা/অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
Articles এর দুটি ভাগ:
১. Indefinite Articles: a, an
- Indefinite Articles নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করে না।
২. Definite Article: the
- Definite Article কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।
• Comma একটি Punctuation mark বা যতিচিহ্ন যা বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে ব্যবহৃত হয়। Comma Article নয়।
• The কে definite article বলে ।