Solution
Correct Answer: Option D
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, আগে ৎ বা দ্ এবং পরে ন্/ম্ থাকলে ৎ বা দ্ স্থানে ন্ হয় এবং পরের ন-এর সাথে মিলে ন্ন কিংবা ম-এর সাথে মিলে ন্ম হয়।
যেমন:
- তদ্+মধ্যে (দ্+ম্ = ন্ম) তন্মধ্যে;
- তদ্+মাত্র = তন্মাত্র;
- নে+অন = নয়ন।