বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) - ২০.১০.২০২৩ (100 টি প্রশ্ন )
MS-Excel-এ '#Name?' ত্রুটি নিম্নলিখিত তিনটি কারণে ঘটতে পারে:

Function name is wrong:
- যদি আপনি কোনো ফাংশনের নাম ভুলভাবে লিখেন, যেমন 'SUM' এর পরিবর্তে 'SUM' লিখলে, এক্সেল এটিকে চিনতে পারবে না এবং '#Name?' ত্রুটি দেখাবে।

Argument is wrong:
- যদি আপনি কোনো ফাংশনের জন্য প্রয়োজনীয় আর্গুমেন্ট সঠিকভাবে না দেন বা ভুল আর্গুমেন্ট ব্যবহার করেন, তাহলেও '#Name?' ত্রুটি দেখা দিতে পারে।

Cell reference is invalid:
- যদি আপনি কোনো অস্তিত্বহীন সেল বা রেঞ্জের উল্লেখ করেন, বা সেল রেফারেন্স ভুলভাবে লিখেন, তাহলেও এই ত্রুটি দেখা দিতে পারে।

সুতরাং, '#Name?' ত্রুটি এই তিনটি কারণের যেকোনো একটি বা একাধিক কারণে ঘটতে পারে। এজন্যই সঠিক উত্তর হল "উপরের সবগুলি"।
Let's break down the formula step by step:

1. `Average(B1, B2)` is the average of B1 and B2, which is `(20 + 24) / 2 = 44 / 2 = 22`.

2. `Product(B3:B4)` is the product of the values in cells B3 and B4, which is `15 * 20 = 300`.

3. Finally, `Min(Average(B1, B2), Product(B3:B4))` takes the minimum value between the results of the two previous calculations: `Min(22, 300)`.

The minimum value between 22 and 300 is 22. So, the result of the formula is B) 22.
Key       (Function): 
Ctrl + E ( Center alignment)
Ctrl + C (Copy text)
Ctrl + M ( insert a new slide/indent a paragraph)
- BCC এর পূর্ণরূপ হলো Blind Carbon Copy.
- একটি মেইল অনেক জনকে পাঠানোর সময় যদি BCC তে একাধিক ব্যক্তিকে যোগ করা হয়, তাহলে সকলের কাছেই মেইলটি যাবে।
- তবে এই মেইলটি আর কাদেরকে পাঠানো হয়েছে তা কেউ দেখতে পারবে না।
- BCC এর সুবিধা হলো সবার মেইল এড্রেস গোপন রেখে সবাইকে এক সাথে একটি মেইল পাঠানো যায়।
- কোন একটি সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয় । অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান।
- যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে অ্যালগরিদম বলা হয়।
- অর্থাৎ অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের পরিকল্পনা ও যৌক্তিক বিন্যাসের লিখিত বর্ণনা ।
- Business Intelligence ব্যবসায়িক তথ্যের ডেটা বিশ্লেষণ এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
- সাধারণত একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বিভিন্ন টুলস (OLAP, Data mining, Web mining) এবং টেকনিক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে।
- এরপর প্রয়োজন অনুযায়ী সেগুলো সাজানো, গোছানো এবং সকলের বোধগম্য আকারে উপস্থাপন করা হয়।
- কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়।
- Computer- কে দেয়া এ তথ্যই হচ্ছে Input Computer- কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে।
- কয়েকটি Input device Keyboard, Mouse, Joystick, Webcam, Scanner, OMR, OCR, MICR Light pen etc. অন্যদিকে, Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে।

- আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে।
- কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer, Plotter .
- যখন কোন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন কাজের সময় সাড়া না দেয়, তখনই প্রয়োজন পড়ে Task manager এর।
- প্রোগ্রামটি বন্ধ করতে টাস্ক ম্যানেজারের এমন ব্যবহার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি সাধারণ ঘটনা।
- Ctrl + Alt + Del চেপে টাস্ক ম্যানেজার চালু করা যায়। আবার Ctrl + Shift + Esc চেপেও কাজটি করা যায়।
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায়, তাকে প্রিন্টার বলে।
- প্রিন্টারের রেজুলেশনের উপর প্রিন্টারের মান নির্ভর করে। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক Dots Per Inch (DPI).

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কোন Storage Device-এ ডেটা যদি এলোমেলোভাবে বিন্যস্ত থাকে এবং এতে কম্পিউটার Performance affected হয় অর্থাৎ গতি বা space কমে যাবে তবে ঐ অবস্থাকে fragmentation বলে।
- আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারতে দ্রুত পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটে।
- ভারতের পোল্ট্রি শিল্পের বিকাশ ও ডিম উৎপাদন বৃদ্ধির এই ঘটনাটি Silver revolution নামে পরিচিত।
- Silver revolution এর জনক বলা হয় ইন্দিরা গান্ধীকে ।
- John Amos Comenius ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ। তাকে আধুনিক শিক্ষার জনক বলে মনে করা হয়।
- তিনি শিক্ষার বিষয়ে আধুনিক ধারণা তুলে ধরেছিলেন এবং শিক্ষাকে সহজ ও সুষম করার পক্ষ প্রচার করেছিলেন।

• John Amos Comenius এর প্রধান অবদান সমূহ: 
- শিশুর বয়স ও মনোবিকাশের উপযুক্ত শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরা,
- মাতৃভাষায় শিক্ষার প্রসার ঘটানো,
- পাঠ্যবই ও শিক্ষামূলক খেলাধুলার ব্যবহার,
- স্বাভাবিক ও প্রাকৃতিক পদ্ধতিতে শিক্ষাদান,
- শারীরিক শাস্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রতিবাদ।
- ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু হয়।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীঃ
- গঠিত হয়ঃ ১৯৪৮ সালে (আরব-ইসরাইলের প্রথম যুদ্ধের প্রেক্ষাপটে)
- গঠন করেঃ নিরাপত্তা পরিষদ
- অন্য নামঃ Blue Beret.
- প্রথম মিশনের নামঃ United Nations Truce Supervision Organisation (UNTSO) এটি জেরুজালেমে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে এটি এখনো কর্মরত। সবচেয়ে দীর্ঘস্থায়ী মিশন।
- জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার লাভ করে - ১৯৮৮ সালে।
-  আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশঃ
- সদস্য হয়ঃ ১৯৭৯ সালে।
- প্রথম অংশগ্রহণ করেঃ ১৯৮৮ সালে ; জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG) এ ১৫ জন সেনা।
- প্রথম মিশনে যায়- সেনাবাহিনী( ১৯৮৮), পুলিশ (১৯৮৯, নামিবিয়া), নৌ ও বিমানবাহিনী (১৯৯৩), নারী পুলিশ(১৯৯৯, পূর্ব তিমুর)
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণে নির্মিত স্তম্ভ- শান্তিস্তম্ভ (জাতীয় প্যারেড স্কয়ারে)
- বাংলাদেশ নারীরা প্রথম পূর্ণাঙ্গ মিশন নিয়ে শান্তিরক্ষী মিশনে যায়- ২০১০ সালে (কঙ্গোতে, ৮১ জন) ; নাম ছিলোঃ ফর্মেড পুলিশ ইউনিট।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় - ঢাকা
- BIPSOT- বাংলাদেশ ইনিস্টিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠা - ১৯৯৯ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে।

- The great wall of Gorgon একটি প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থামূলক দেয়াল, যা বর্তমান ইরানে অবস্থিত।
- এর দৈর্ঘ্য ২০০ কি.মি.।
- এটি ৫ম-৬ষ্ঠ শতাব্দীর দিকে নির্মিত হয়।
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পার্ট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
- ২৮ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে মন্ত্রিপরিষদ সভায় জাতীয় প্রতীক অনুমোদ করা হয়।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা ও উন্নয়নে ১৯৭৭ সালে দেশের প্রথম 'ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
- এটি নেত্রকোনা জেলার বিরিশিরি- তে অবস্থিত।
- গ্রাফাইট অর্থ আমি লিখি। এটি ধূসর, অস্বচ্ছ কঠিন পদার্থ।
- গ্রাফাইটে কার্বন পরমাণুসমূহ সমতলীয় স্তরাকারে অবস্থিত।
- গ্রাফাইট একমাত্র অধাতু যা বিদ্যুৎ সুপরিবাহী।
- এতে কার্বনের পরিমাণ ৯৫-৯৬%। গ্রাফাইট রাসায়নিকভাবে মোটামুটি নিষ্ক্রিয়।
- গ্রাফাইটের ব্যবহার- কাগজের উপর গ্রাফাইটকে ঘষলে কালো দাগ পড়ে।
- এ কারণে কাঠ পেন্সিলের সীস হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়; বৈদ্যুতিক চুল্লিতে, ল্যাকলেন্স সেল ও ড্রাই সেলে ইলেকট্রোডরূপে ও পারমাণবিক চুল্লিতে মন্থরক হিসেবে ব্যবহৃত হয়।
- White Collar Job বলতে এমন কাজকে বোঝায়, যেখানে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না।
- আর Blue Collar Job বলতে এমন কাজকে বোঝায় যেখানে শারীরিক শ্রম দিয়ে কাজ সম্পাদন করা লাগে।
- ১৫ থেকে ২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা দেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
- এ শুমারির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৬.৫৬ ও নারী ৭২.৮২ শতাংশ।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি  • জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি  • মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি  • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
• ইউনিয়ন : ৪,৫৯৬টি  • মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি  • মহল্লা : ১৫,১৫৩টি ।

জনসংখ্যা ঃ

• গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)।
গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)।
• ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল)
• জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ ।
• লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫)
• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)।
• প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮)
• খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ 
• পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১
• বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬  

জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ 

• জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯)
• জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪)
• শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%)
• সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%)
• শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা  (২,১৫৬)
• সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮)
• শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩)
• সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০)
• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃ  জেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা(৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ  জেলা জামালপুর(৬১.৭০%) ও বিভাগ ময়মনসিঙ্গহ(৬৭.২৩%)
• জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২)
• সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- The Cruel Birth of Bangladesh: Memories of an American Diplomat গ্রন্থটির লেখক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাড।
- এ গ্রন্থে তিনি পূর্ব পাকিস্তানের রাজনীতি, সরকার ও বাংলাদেশের অভ্যূদয়ের বর্ণনা দেন।
- গ্রন্থটি ২০০২ সালে ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়।
- মস্তিষ্ক স্নায়তন্ত্রের সবচেয়ে বড় ও জটিল অংশ।
- মানুষের মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত। যথা: ১. অগ্রমস্তিষ্ক, ২. মধ্যমস্তিষ্ক এবং ৩. পশ্চাৎমস্তিষ্ক।
- সেরেব্রাম অগ্রমস্তিষ্কের অংশ। এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা মস্তিষ্কের ওজনের শতকরা ৮০ ভাগ।
- সেরেব্রাম ঘ্রাণ, শ্রবণ, দৃষ্টি, স্মৃতি, চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি ও কর্মপ্রেরণার কেন্দ্রবিন্দু।
- ভিটামিন 'কে' হলো এসেনসিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন।
- দেহে ভিটামিন 'কে' প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে।
- আর প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
- প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- ব্যাস (Bass) প্রণালী অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড (ভিক্টোরিয়া অঙ্গরাজ্য) থেকে দক্ষিণের তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে এবং প্রশান্ত মহাসাগরের বাহু তাসমান সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে।

বিখ্যাত প্রণালিঃ
• আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী ।
• জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে।
• উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী ।
• বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী ।
• ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী ।
• বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর ।
• যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী ।
• পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে ।
• হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর ।
- Virus ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ। ১৮৯২ সালে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি (Dimitri Ivanovsky) সর্বপ্রথম তামাকের পাতার মোজাইক রোগের কারণ Virus বলে উল্লেখ করেন।
- ১৯৩৫ সালে মার্কিন বিজ্ঞানী স্ট্যানলি (W.M. Stanley) তামাক গাছের মোজাইক ভাইরাস'-কে রোগাক্রান্ত পাতা থেকে বিচ্ছিন্ন করে কেলাসিত করেন।
- ১৯৩৬ সালে ইংল্যান্ডের বডেন এবং উ. গ পিরি (F.C. Bawden and N. W. Pirie ) আবিষ্কার করেন, ভাইরাসে নিউক্লিক এসিড ও প্রোটিন বিদ্যমান।
- ভাইরাস আকারে এত ক্ষুদ্র যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাই এরা অতি আণুবীক্ষণিক।
- এরা পোষক দেহ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না এবং অকোষীয়।
- তাই ভাইরাস হলো- প্রোটিন ও নিউক্লিয়িক এসিড দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক, অকোষীয় এবং বাধ্যতামূলক পরজীবী।
- কোন নির্দিষ্ট আর্থিক বছরে সরকারি আয়-ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে।
- ১৭২০ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রবার্ট ওয়ালপুল প্রথম বাজেট ও রাজস্বনীতি পেশ করেন।
- তবে বর্তমানে সারা বিশ্বে প্রচলিত বাজেট পদ্ধতি চালু হয় ১৭৩৩ সালে যুক্তরাজ্যে।
- আর ৭ এপ্রিল, ১৮৬০ সালে জেমস উইলসন উপমহাদেশে প্রথম বাজেট পেশ করেন।
- স্বাধীন বাংলাদেশের ৩০ জুন, ১৯৭২ সালে তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট পেশ করেন ।
- ৩ জুন, ১৯৪৭ সালে বৃটিশ ভারতের সর্বশেষ ভাইসরস লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন।
- ১৮ জুলাই, ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়।
- ফলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়।
- ভারত ভাগের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি (Clement Attlee)।
-তিনি ১৯৪৫-৫১ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- দূরবর্তী নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের পৃথিবী এবং অতি ক্ষুদ্র অণু-পরমাণু সবকিছু নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড গঠিত ।
- বিগ ব্যাঙ এর ৩০০ থেকে ৫০০ মিলিয়ন বছরের মধ্যে মহাকর্ষের প্রভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরমাণুসমূহ মহাবিশ্বের বিভিন্ন স্থানে আলাদাভাবে একত্রিত হতে শুরু করে এবং নিজস্ব মহাকর্ষের প্রভাবে জমাট বাঁধতে থাকে এবং সংকুচিত হয়।
- ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয় বিক্রিয়া শুরু হয় এবং কালক্রমে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি হয়।
- বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় যথাক্রমে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ।
Estuary - নদী ও সাগরের সংযোগ স্থানকে মোহনা বলে।
Fjords - সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাকে অনেক সময় এত গভীরভাবে ক্ষয় করে যে সেটি সমুদ্রের পৃষ্ঠতল থেকেও নীচু হয়ে যায়। পরে বরফমুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায়। জলমগ্ন এরকম উপত্যকাকে সমুদ্রের খাঁড়ি বলে।
Delta - নদীর নিম্নগতিতে মোহনার সন্নিকটে সঞ্চয়কার্যের ফলে যে মাত্রাহীন বা গ্রিক অক্ষর  ডেন্টার মতো ভূমিরূপ গঠিত হয়, তাকে ব-দ্বীপ বলে।
Inlet - নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাঁড়ি বলে।
- স্কটল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল (দেশ)।
- এর রাজধানী এডিনবার্গ। দেশটি বেকারি শিল্পে অনেক উন্নত।
- এখানে নানা ধরনের সুস্বাদু কেক পাওয়া যায় বলে দেশটি Land of Cakes নামে পরিচিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তাতার জাতি হলো তুর্কি জাতিগোষ্ঠীর ”ন্তর্ভুক্ত একটি উপজাতি।
- ইসলাম ধর্মে বিশ্বাসী তাতার উপজাতিরা মূলত ইউরোপের দেশ রাশিয়া ও ইউক্রেন এবং এশিয়ার দেশ তুর্কিয়ে, উজবেকিস্তান, কাজাকিস্তান ও তুর্কমেনিস্তান, আজারবাইজান ও ইরানে বাস করে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0