Agrani Bank 2010 Officer (79 টি প্রশ্ন )
     

Let, Jamal = x,

Mamun = x+10

So, 2(x+10) = x+40

=> x = 20

Now, Mamun is 20+10 = 30 (Ans.)


 

F12  save button হিসেবে কাজ করে। 

 

x = 5y =16

So, 5y = 16 or, y = 16/5 = 3.2

Again, 5y=x=-3

So, y = -3/5 = -0.6


(0.1×0.01×0.001)/(0.2×0.02×0.002)

= 1/8

= 0.125 (Ans.)


 

evasive = অসরল , এড়িয়ে যেতে সচেষ্ট

 

 

কনীনিকা শব্দের অর্থ- চোখের মনি, কনিষ্ঠাঙ্গুলী, ছোট বোন।   

 

 

বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তবে অপশনে যাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রথম শহীদ হন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। 

 

 

*সঠিক উত্তর নেই

Total number of share = 4500/90 + 30000/60 = 50+500 = 550

.:. Average price per share = (4500+30000)/550 = 62.73 (Ans)

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

Affluence-সমৃদ্ধশালী 

 

 

Lucid- স্বচ্ছ, স্পষ্ট, সহজবোধ্য 

 

 

Proximate- নিকটতম,  inquisitive- কৌতুহলী 

 

 

Alleviate- প্রশমন করা, aggravate - উত্তেজিত করা 

 

 

Meticulous- খুঁতখুঁতে , colossal- বৃহৎ,  homogeneous - সমজাতীয় 

 






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

গুরুত্বপূর্ণ বাগধারা:
- ঘাটের মরা - অতি বৃদ্ধ
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় -গড্ডলিকা প্রবাহ 
– এর গড্ডল অর্থ কী : ভেড়া 
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে
- বক ধার্মিক : ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী : ভণ্ড লোক


ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়। এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

recent Prime minister of Nepal: Sushil Koirala

    

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0