Please put ___ your shirt.
Solution
Correct Answer: Option A
ইংরেজিতে put on মানে হলো কোনো পোশাক বা জুতা ইত্যাদি পরিধান করা। এখানে “shirt” (শার্ট) পরতে বলা হয়েছে, তাই সঠিক preposition হবে on।
- Put on your shoes. (তোমার জুতো পরে নাও।)
- He put on his jacket. (সে জ্যাকেট পরল।)
অন্য অপশনগুলো ভুল:
in → ভেতরে বোঝায় (e.g. in the room)।
of → মালিকানা বা অংশ বোঝায় (e.g. a piece of cake)।
wear → এটি verb, কিন্তু এখানে “put ___” phrase-এ preposition দরকার, verb নয়।