Solution
Correct Answer: Option C
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে।
- ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
- যেমন: এ যুদ্ধে বাঁধা দিও না। এখানে যদি প্রশ্ন করা হয়, কিসে বাঁধা দিও না? তাহলে উত্তর পাই- যুদ্ধে।
- সুতরাং, ‘যুদ্ধ’ অধিকরণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (যুদ্ধ+এ) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি।