'ভূশণ্ডির কাক' বাগধারাটি কি অর্থে ব্যবহ্নত?
A নিরেট মূর্খ
B দীর্ঘজীবী
C নিস্ক্রিয় দর্শক
D কপটচারী
Solution
Correct Answer: Option B
'ভূশণ্ডির কাক' বাগধারার অর্থ দীর্ঘজীবী। 'বুদ্ধির ঢেকি' এর অর্থ নিরেট মূর্খ ।'সাক্ষী গোপাল' বাগদ্গারার অর্থ নিস্ক্রিয় দর্শক ।'ভিজে বিড়াল' বাগধারার অর্থ কপটচারী।