Solution
Correct Answer: Option A
- শব্দমধ্যস্থ দুটি ধ্বনি যখন একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে, তখন তাকে সমীভবন বলে।
যেমন:
- জন্ম > জম্ম, কাঁদনা > কান্না, বিল্ব > বিপ্ল, করতে > কত্তে সমীভবনের উদাহরণ।
অন্যঅপশন-
লেবু > নেবু (বিষমীভবন / ব্যঞ্জনবিকৃতি);
শাক > শাগ (ঘোষীভবন /ব্যঞ্জনবিকৃতি);
বসু > বোসু (আদি স্বরাগম)।