Southeast Bank Ltd. - Probationary Officer - 2020 (15-02-2020) (60 টি প্রশ্ন )
কোনো একটি Fie document এর লেখার প্রথমে আসতে চাইলে Home key চাপতে হয় । অর্থাৎ লাইনের প্রথমে আসেত Home key ব্যবহার করতে হয় ।
বিনিময় হার হ্রাস করা হলে একই পরিমাণ বিদেশী মুদ্রায় অধিক পরিমাণ দেশীয় মুদ্রা পাওয়া যায় বলে বিদেশের বাজারে দেশীয় পণ্যের দাম হ্রাস পায় । ফলে বিদেশে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায় । এতে দেশের রপ্তানির পরিমাণ বাড়ে ।
২০১৯ সালের জয় নিয়ে মোট ৭ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ । ফাইনাল খেলায় তাঁর প্রতিপক্ষ ছিল রাফায়েল নাদাল ।

সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়াস্ট (৪১) এবং তাঁর ১৩ বছর বয়সী জিয়ানা ব্রাইন ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় । ব্রায়ান্ট অ তাঁর মেয়েকে বহনকারী সিকরস্কি এস-৭৬ মডেলের হেলিকপ্টারটি ক্যালাবাসেসের পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনার শিকার হয় ।
Kiev হলো পূর্ব ইউরোপে অবস্থিত ইউক্রেন রাষ্ট্রের রাজধানী এবং বৃহত্তম শহর । Kazan হলো রাশিয়ার একটি শহর । Aden হলো ইয়েমেনের একটি শহরের নাম এবং রাজধানীর নাম হলো সানা । ইউক্রেনে অবস্থিত Crimea একটি শহর ।

Apple এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত ।
মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা ঘটে । ৩১ ডিসেম্বর ২০১৯ এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে । ১১ জানুয়ারি ২০২০ সালের প্রথম একজনের মৃত্যু হয় । উল্লেখ্য, মুকুটের প্রতিশব্দ করোনা থেকে এই নামকরন করা হয়েছে । করোনাভাইরাসের (সংক্ষেপে CoV )২০০ প্রজাতি রয়েছে । এর মধ্যে কেবল সাতটি মানুষকে আক্রান্ত করে । তার মধ্যে আবার তিনটি প্রজাতি মানুষের জন্য মারাত্মক । এগুলো হলোঃ SARSOCoV, MERS-CoV এবং nCoV, nCoV ভাইরাসের এই নামটি প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল । পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এঁর স্থায়ী নাম দেয় COVID-19 .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রশ্নে বলা হচ্ছে, একটি দোকান $3 এবং $5 মূল্যের বাচ্চাদের গিফট সার্টিফিকেট বিক্রি করে । দোকানটি $3 মূল্যের 'm' টি এবং $5 মূল্যের 'n' টি বিক্রি করে 93 ডলারের বিনিময়ে । 'm' এবং 'n' স্বাভাবিক সংখ্যা হলে 'm' এর মান কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে ? 

দেয়া আছে, 3m+5n = 93 
অর্থাৎ 'm' এবং 'n' এর ভিন্ন ভিন্ন মানের জন্য ( 3m+5n ) এর মান 93 হবে । 

এখানে, (3×1)+(5×18) = 3+90 = 93 

(3×6)+(5×15) = 18+75 = 93 

(3×11)+(5×12) = 33+60 = 93 

(3×16)+(5×9) = 48+45 = 93 

(3×21)+(5×6) = 63+30 = 93 

(3×26)+(5×3) = 78+15 = 93 

তাই, এভাবে 6 বার m এর মান হতে পারে । 
দেয়া আছে, x-1/3 

=> x-1/3 = 3 [ মান বসিয়ে ] 

=> x-1 = 9 

∴ x = 10 
প্রশ্নে বলা হচ্ছে যে, 10 থেকে 100 পর্যন্ত লিখতে কতবার 4 সংখ্যাটি আসে ? 

10 থেকে 100 পর্যন্ত লিখতে 19 বার 4 সংখ্যাটি আসে । 
প্রশ্নে বলা হচ্ছে, একটি ত্রিভুজের পরিসীমা 13 একক । দুই ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্যের পরিমাণ হলো x এবং (x+1). বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হতে পারে ? 

আমরা জানি, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি-ই তাঁর পরিসীমা । 
আবার, ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে । 

কাজেই, প্রদত্ত বাহুদুটি ক্ষুদ্রতর বলে বৃহত্তর বাহুটি অবশ্যই 2 এবং 4 অপেক্ষা বড় হবে এবং তা 10 একক হতে পারে না । কারণ তাহলে 2 বাহুর সমষ্টি অপেক্ষা বড় হয় । তাই সঠিক উত্তর অপশন d) . 
প্রশ্নে বলা হচ্ছে, ৬টি সংখ্যার গুণফল ঋণাত্মক হলে সর্বোচ্চ কয়টি  সংখ্যা ঋণাত্মক হতে পারে ? 

একটি ধনাত্মক পূর্ণসংখ্যাকে অপর 5টি ঋণাত্মক পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে তা ঋণাত্মক-ই হবে । তাই সর্বোচ্চ 5টি সংখ্যা ঋণাত্মক হবে । 
দেয়া আছে,  ( 2x-1 )2 ÷ x-5 = ( 2/x)2 ÷ 1/x5 

= ( 22/x2)/(1/x5

= 22/x2 × x5/1 

= 4x5-2 

= 4x3 .
প্রশ্নে বলা হচ্ছে, একটি জ্বালানী ট্যাংকে 1/5 অংশ পূর্ণ করতে আরো 32 গ্যালন জ্বালানী লাগবে । ট্যাংকটির ধারণ ক্ষমতা বের করতে হবে । 

ধরি, ট্যাংকটির ধারণ ক্ষমতা = x গ্যালন 

প্রশ্নমতে, 3x/7-x/5 = 32 

=> 15x-7x/35 = 32 

=> 8x/35 = 32 

∴ x = 35 × 32/8 = 35 × 4 = 140 
প্রশ্নে বলা হচ্ছে, আমের মূল্য 20% কমে যাওয়ায় 12 টাকা দিয়ে 2টি আম বেশি ক্রয় করা যায় । 50 টি আমের প্রকৃত মূল্য কত ? 

ধরি, পূর্বে 1টি আমের দাম ছিল = x TK. 
তাহলে বর্তমানে 20% কমে 1 টি আমের দাম = 0.8x TK. 

প্রশ্নমতে, 12/0.8x - 12/x = 2 

=> 15/x -12/x = 2 

∴ x = 1.5 

তাহলে বর্তমানে 1টি আমের দাম = 0.8×1.5 =  1.20 TK

∴ বর্তমানে 50টি আমের দাম = 1.20×50 = 60 TK. 

Shortcut: এখানে, 20% of 12 টাকা = 2.4 টাকা । 
20% দাম কমার কারণে 2টি আম বেশি পাওয়া যাচ্ছে । 

অর্থাৎ, 2টি আমের দাম = 2.4 টাকা । 

∴ 50টি আমের দাম = 2.4×50/2 = 60 টাকা 
প্রশ্নে বলা হচ্ছে। দেরিতে আসার কারণে একজন কর্মীর বেতন 10% কমানো হলো এবং ক্ষমা চাওয়ার পর আবার 10% বাড়ানো হলো । এতে তার শতকরা কত ক্ষতি হলো ? 

ধরি, কর্মীর বেতন ছিল = 100 টাকা 
10% হ্রাসে তার বর্তমান বেতন হবে = ( 100-100 এর 10% ) 

                                            = ( 100 - 100×10/100 ) 

                                             = 100-10 

                                              = 90 টাকা 

আবার, 10% বৃদ্ধিতে তার বর্তমান বেতন হবে = ( 90+90 এর 10% ) 
                                                       
                                                        =  ( 90 - 90×10/90 )  

                                                        = 90+9 

                                                        = 99 টাকা 


∴ তার মোটের উপর ক্ষতি হলো = 100-99 = 1 টাকা বা 1% 

Shortcut: A+B+A×B/100 - সূত্রে A = -10 এবং B=10 
বসালে পাই, %C = -10+10+(-10)(10)/100 = -1% 
-পিকো দ্বীপ হলো পর্তুগালের একটি বিখ্যাত দ্বীপ । 
 
-পর্তুগালের কিন্তু বিখ্যাত স্থান হলো সাও মিগুয়েল, সাস্তা মারিয়া, ফ্লোরস, মডিরা দ্বীপ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নোবেল পুরস্কার ২০২৪

• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পান একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।  

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
ঘোষণা: সুইডিশ একাডেমি


শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স
ডেটা সর্বদা বাইনারি form এ জমা হয় ।
● Ctrl + N দ্বারা নতুন Word document প্রস্তুত করা যায় ।
● Ctrl + V দ্বারা নতুন Text paste করা যায় ।
● Ctrl + Y দ্বারা নতুন Action repeat করা যায় ।
২০২০ সালে ৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩২তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু করোনার কারণে স্থগিত করা হয় । এই অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হবে ।
ভুয়া এবং অযাচিত মেইল এসে Spam এ জমা হয় ।
CRR হলো Cash Reserve Ratio বা নগদ সংরক্ষিত অনুপাত । মোট ব্যাংক জামানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বর্তমান Account এ রাখা হয় । এই অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না । অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দিন শেষে স্থানীয় মুদ্রায় যে Balance রাখে তাকে CRR বলে । Monetary Policy ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে SLR এবং CRR মিলে ১৮.৫০% রাখতে হয় । এর মধ্যে CRR হলো ৫.৫% .
প্রশ্নে বলা হচ্ছে, ৬ জন ব্যক্তির প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে সেখানে মোট কতগুলো হ্যান্ডশেক হবে ? 

মোট ব্যক্তি ৬ জন আর হ্যান্ডশেক করবে ২ জন করে । 

∴ মোট হ্যান্ডশেক সংখ্যা = 6C
 
                               = 6×5×⌊4 / ⌊2×⌊(6-2)

                               = 6×5×⌊4 / 2×1×⌊4

                                = 15 . 
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৩৬,০৩৭ মিলিয়ন মার্কিন ডলার ।
দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড । কিউবা, চিলি, কলম্বিয়া মুদ্রার নাম পেসো । ক্রোয়েশিয়া মুদ্রার নাম কুনা । চেক রিপাবলিক মুদ্রার নাম করুনা । আইসল্যান্ড মুদ্রার নাম ক্রোনা । নরওয়ে মুদ্রার নাম ক্রোনা ।
শেয়ার মার্কেটে সূচক নিম্নমুখী (falling) হলে তাকে Bear Market বলে । শেয়ার মার্কেটে সূচক rising হলে তাকে Bull Market বলে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দক্ষিণ আমেরিকার ৫টি সেশ যথাঃ আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলানিয়ে একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি হয় যার নাম MERCOSUR. সম্প্রতি ভেনেজুয়েলার পদটি স্থগিত রাখা হয়েছে ( ২০১৬ সালে ) । দক্ষিণ আমেরিকা ভিত্তিক এই বাণিজ্য সংস্থাটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0