The name of the cyclone 'Remal' was suggested by Oman. What is the meaning of the name 'Remal'?
Solution
Correct Answer: Option A
- ২৬ মে, ২০২৪ বাংলাদেশের বঙ্গোপসাগরে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম রেমাল।
- রেমাল নামকরণ করে ওমান।
- রেমাল আরবি শব্দ এবং এর অর্থ বালু।
- বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা করে 'ডব্লিউএমও।
- এসকাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস' নামের একটি আঞ্চলিক কমিটির প্যানেল অনুমোদন করে।
- প্যানেলটির সদস্য রাষ্ট্র ১৩টি (ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত।
- উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্ব আবহাওয়া সংস্থার ৫টি বিশেষ আঞ্চলিক সংস্থা (আরএসএমসি) নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রকাশ করে। এ সময় ১৩টি দেশ ১৩টি নাম দেয়। সদস্য রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নামের তালিকা হয়।