জনতা ব্যাংক, অফিসার (আরসি) - ২৮.০৬.২০২৪ (100 টি প্রশ্ন )
মনেকরি,
B কাজটি করে 2x দিনে
∴ A কাজটি করে x দিনে

প্রশ্নমতে, 1/x + 1/2x = 1/14
(2+1)/2x = 1/14
3/2x = 1/14
2x = 42
x = 21
∴ A একাকী কাজটি করে 21 দিনে।
মনে করি,
ত্রিভুজ VZY এর VY এর দৈর্ঘ্য = x

প্রশ্নমতে, 5 + 5 + x = 17
            ⇒ x = 7

∴ VWXY বর্গের ক্ষেত্রফল = 7² = 49
দেওয়া আছে, দুধ : পানি = 4 : 1

অনুপাতের যোগফল = 4 + 1 = 5

∴ দুধের পরিমাণ = (4/5) x 45 = 36 লিটার

এবং পানির পরিমাণ = (1/5) x 45 = 9 লিটার

মনে করি,
x লিটার পানি মেশালে দুধ ও পানি = 3 : 2 হবে

শর্তমতে,
(36)/(9+x) = 3/2
⇒ 27 + 3x = 72 
⇒ 3x = 72 - 27
⇒ 3x = 45
⇒ x = 15 লিটার
আপেক্ষিক বেগ = 46 - 36
                    = 10 কিমি/ঘন্টা
                    = 10 × (5/18) মি/সে.
                    = (25/9) মি/সে.

মনে করি,
প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য = x মিটার
∴ দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য = x + x = 2x মিটার

প্রশ্নমতে, (2x)/(25/9) = 36

⇒ 2x = (36 × 25)/9

⇒ x = (36 × 25)/(9 × 2)

⇒ x = 50 মিটার
Here,
P = M
r = M%
I = M
n = 4

We know that,
I = Pnr
M = M × 4 × (M/100)
⇒ 1 = M/25
∴ M = 25
Let,
The numbers be x and y, x < y.
Then
x + y = 124 ................(1)

(x + 2)/y = 1/2
⇒ y = 2x + 4 ..................(2)

x + y = 124
⇒ x + 2x + 4 = 124
⇒ 3x = 120
∴ x = 40
মনে করি,
S₁ এর ক্ষেত্রফল = 4x²
S₂ এর ক্ষেত্রফল = 25x²

সুতরাং,
S₁ এর বাহু = 2x
S₂ এর বাহু = 5x

প্রশ্নানুসারে,
2x = 6
x = 3

অতএব,
S₂ এর বাহু = 5 × 3 = 15 সে.মি. 
শতকরা পরিবর্তন = -10% + 10% - (10 x 10)/100%
= -10% + 10% - 1%
= -1%

∴ শতকরা ক্ষতি = 1%

এখানে,

5x + 5a = 5y/2

⇒ x + a = y/2

⇒ 2x + 2a = y

আবার, 5x + 5a + 2x + 30 = 180

⇒ 7x + 5a = 150

আবার, y = 2x + 30

⇒ 2x + 2a = 2x + 30

⇒ 2a = 30

⇒ a = 15 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মোট বাল্বের সংখ্যা = 3 + 4 + 5 = 12

সবুজ বাল্ব পাওয়ার সম্ভাবনা = 3/12
সাদা বাল্ব পাওয়ার সম্ভাবনা = 5/12

সবুজ বা সাদা বাল্ব পাওয়ার সম্ভাবনা = 3/12 + 5/12
= (3 + 5)/12
= 8/12
= 2/3
7 + 5 = 12
12 + 6 = 18
18 + 7 = 25
25 + 8 = 33
33 + 9 = 42

আমরা জানি,

Total = n(A) + n(B) - Both + None

=> 100% = 75% + 60% - Both + 25%

=> 100% = 160% - Both

=> Both = 160% - 100%

=> Both = 60%


এখানে, 1(1/2) = 3/2 

মনে করি, 
সাতারের বেগ = x কিমি/ঘণ্টা
এবং সময় = t সেকেন্ড

∴ স্রোতের অনুকূলে বেগ = (x + 3/2)

∴ স্রোতের অনুকূলে অতিক্রান্ত দূরত্ব, S1 = (x + 3/2)t

আবার,
স্রোতের প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব, S2 = (x - 3/2)t

প্রশ্নমতে, S1 = 2S2
⇒ (s + 3/2)t = 2 x (x - 3/2)t
⇒ x + 3/2 = 2x - 3
⇒ x - 2x = -3 - 3/2
⇒ -x = (-6 - 3)/2
⇒ -x = -9/2
⇒ x = 9/2
∴ x = 4(1/2) 
দেওয়া আছে,
car তিনটির গতির অনুপাত = 2 : 3 : 4

∴ অতিক্রান্ত দূরত্বের অনুপাত = 1/2 : 1/3 : 1/4
= (1/2 x 12) : (1/3 x 12) : (1/4 x 12)
= 6 : 4 : 3
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
এবং লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য ক টাকা

এখন দ্রব্যটি ক এর অর্ধেক মূল্যে বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়।

∴ ১০০ - ক/২ = ৩০
বা, ২০০ - ক = ৬০
বা, ক = ২০০ - ৬০
∴ ক = ১৪০

∴ ক টাকা বিক্রয় করলে লাভ হয় = ক - ১০০ = ১৪০ - ১০০ = ৪০ টাকা

∴ ৪০% লাভে বিক্রয় করতে হবে।
n জন মানুষের মধ্যে হ্যান্ডসেকের সংখ্যা = nC2 
15 জন মানুষের মধ্যে হ্যান্ডসেকের সংখ্যা = 15C2 = 105
0.00004/0.005 = 0.008
0.01/0.003 = 3.333
0.003/0.006 = 0.5
0.001/0.01 = 0.1
(3/4)n = 9
⇒ n = (9 × 4)/3
∴ n = 12

5/6 of n = (5/6) × 12
             = 10
Here,
u = a + b
t = a + c
s = b + c

∴ s + t + u = b + c + a + c + a + b = 2(a + b + c)

Here,
(a + b + c)/(s + t + u)
= (a + b + c)/{2(a + b + c)}
= 1/2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
1/3 + 1/3
= (1 + 1)/3
= 2/3

Now,
(2/3) ÷ (1/12)
= (2/3) × 12
= 8

∴ 1/3 + 1/3 equals 8 twelfths.
- সোফিয়া হচ্ছে মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম রোবট।
- এটি তৈরি করেন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স কোম্পানি (জনক ডেভিড হ্যানসন্য)
- রোবটটি ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন এর আদলে তৈরি।
- ২০১৭ সালে সৌদি আরর রোবটটিকে নাগরিকত্ব প্রদান করে (প্রথম রোবটের নাগরিকত্ব)।
- ৫-৬ ডিসেম্বর, ২০১৭ 'ডিজিটাল রোবট ২০১৭' এ রোবট সোফিয়াকে বাংলাদেশে আনা হয়।
- Debugging হলো সফটওয়্যারের ভুল বা ত্রুটি (বাগ) চিহ্নিত এবং সংশোধন করার প্রক্রিয়া।
- এই প্রক্রিয়ায় কোডের মধ্যে যেসব ত্রুটি বা ভুল রয়েছে, সেগুলো সনাক্ত করা হয় এবং সেগুলোর সমাধান করা হয় যাতে সফটওয়্যার সঠিকভাবে কাজ করতে পারে।

Debugging এর ধাপসমূহ:
- কোডের মধ্যে যেসব ত্রুটি রয়েছে, সেগুলি সনাক্ত করা হয়।
- ত্রুটির কারণ খুঁজে বের করা হয়।
- ত্রুটির সমাধান করা হয়, যাতে সফটওয়্যার সঠিকভাবে কাজ করে।

Debugging সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি কোডের কার্যকারিতা নিশ্চিত করে।
- Facebook একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটি কোনো ওয়েব ব্রাউজার নয়।
- ওয়েব ব্রাউজার এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীদের ইন্টারনেট থেকে ওয়েবসাইট ব্রাউজ করতে সহায়তা করে।
- উদাহরণস্বরূপ, Firefox, Chrome, এবং Safari হলো ওয়েব ব্রাউজার যা ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়।
- URL- এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator. কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা।
 -পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
- প্রতিটি URL- এ থাকে ওয়েব প্রটোকল, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি/ ফোল্ডারের নাম এবং html ফাইল নাম।
• World Wide Web (WWW)-কে সংক্ষেপে ওয়েব বলা হয়।
• WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা Web Page.
• এই Web Page পরিদর্শন করাকে Web Browsing বলে।
• ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এটি উদ্ভাবন করেন।
• প্রথম Web browser- World Wide Web (WWW) যা ১৯৯০ সালে টিম বার্নার্স লি তৈরি করেন যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়।
- কম্পিউটার শুধু ০ (শূন্য) এবং ১ (এক) বুঝতে পারে।
- আর এই ০ ও ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা (Machine Language) বলে।
- কম্পিউটারে নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা।
- এটি প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।

- সি, সি+ এবং প্যাস্কেল তৃতীয় প্রজন্মের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- MS Excel-এ চার্ট ইনসার্ট করার জন্য Alt+F1 শর্টকাটটি ব্যবহার করা হয়।
- এই কমান্ড চাপলে ডিফল্ট চার্ট টাইপ (সাধারণত কলাম চার্ট) সেলে প্রদর্শিত হয়।

অন্য অপশনগুলো- 
B) F2: এটি সেল এডিট করার জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট সেলে কার্সর রেখে এফ২ চাপলে, সেলের তথ্য সম্পাদনা করা যায়।
C) F3: এটি নাম সংজ্ঞায়িত বা নাম ব্যবহারের জন্য ব্যবহৃত হয়, তবে এটি সাধারণত চার্ট তৈরির জন্য প্রযোজ্য নয়।
D) F4: এটি Repeat Last Action বা Anchor Cells (Absolute Reference) করার জন্য ব্যবহৃত হয়।
- অডিও ফাইল হলো এক ধরনের রেকডিং যা ডিজিটাল এনকোড করা হয় এবং বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা হয়।
- আর ফাইলটিকে ডিকোড করার জন্য মিডিয়া প্লেয়ার ব্যবহার করে চালানো হয়।
- WAV, WMa, Mp3, Mp4 ইত্যাদি হলো অডিও বা সাউন্ড ফাইল।
- আর DAT ফাইল হলো একটি জেনেরিক ডেটা ফাইল যা যেকোন ধরনের ডেটা যেমন পাঠ্য, ছবি, ভিডিও বা অন্যান্য ফাইল সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে।
- অন্যদিকে, কোন নির্দিষ্ট সার্ভারের ভিতরে ও বাইরে সংগঠিত সকল কিছু রেকর্ড করারই হলো LOG ফাইলের কাজ।
- DRV ফাইল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হার্ড ডিভাইসগুলোকে সংযুক্ত করতে ব্যবহার হয়।
- Power Point-এ তৈরিকৃত Presentation -কে ৬ ভাবে view করা যায়।
- যেমন: Normal view, Slide sorter view, Notes view, Reading view, Slides view, Outline view.
- প্রেজেন্টেশন করার জন্য এ সকল অপশনগুলো পেতে রিবনের view ট্যাবে ক্লিক করতে হবে তারপর Presentation views গ্রুপ থেকে এ view-গুলো দেখা যায়।
- এর মধ্যে Slide sorter view দ্বারা একত্রে সকল slide দেখার পাশাপাশি slide এর বিষয়াবলি আলাদাভাবে একের পর এক প্রদর্শন করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্ব ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটারের যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- সুইচ, রিপিটার LAN এর নেটওয়ার্কিং কানেক্টিভিটি ডিভাইস।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, অফিস আদালত, স্কুল-কলেজ, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- LAN এর স্ট্যান্ডার্ড হলো IEEE802.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0