Joint Recruitment Test for 9 Banks - (Officers/General) - 07.01.2022 (80 টি প্রশ্ন )
মানব দেহে সব চেয়ে ছোট হাড় থাকে অন্তকর্ণে ।যার নাম স্টেপিস ।এটি শব্দ তরঙ্গকে অন্তঃকর্ণে নিয়ে যেতে কাজ করে ।
বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি থাকে ।এটি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার মানুষের রক্তকে A,B,AB ও O গ্রুপে ভাগ করেন ।রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় ।


For emergency transfusions, blood group type O negative blood is the variety of blood that has the lowest risk of causing serious reactions for most people who receive it. Because of this, it's sometimes called the universal blood donor type.
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য ।
- এ কাব্যের গানগুলি ১৯০৮-১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত ।
- গীতাঞ্জলির ১৫৭ টি গানের মধ্য থেকে ৫৩ টি, 'গীতিমাল্য' ১৬ টি ,' নৈবেদ্য ' ১৫ টি ,'খেয়া' ১১ টি ,'শিশু' ৩ টি ,'কল্পনা' ১ টি ,'উৎসর্গ ' ১ টি, 'স্মরণ' ১ টি ,'চৈতালি' ১ টি এবং 'অচলায়তন ' থেকে ১ টি সহ মোট ৯ টি গ্রন্থের ১০৩ টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর ,১৯১২ সালের India Society থেকে প্রকাশিত হয় ।

- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান ।
-বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান।
-এটি পূর্ব মধ্য আফ্রিকা মহাদেশের একটি দেশ ।
-এর রাজধানী জুবা।
-দেশটি ২০১১ সালে সুদান থেকে বিশ্বের ১৯৫ তম দেশ হিসেবে স্বাধীনতা অর্জন করে ।
-আর ১৪ জুলাই ,২০১১ সালে ১৯৩ তম দেশ হিসেবে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে ।

বর্তমানে বিশ্বে শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ ভেনেজুয়েলা (৩৯১১৩.৮০%) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে (৪৮০.৭০%)
৩ নভেম্বর ,২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ।
২০১৭ সালে ইন্দোনেশিয়ায় World Parliamentary Forum On Sustainable Development 'শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে 'বালি ঘোষণাপত্র' গৃহীত হয়।এতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনে নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ভারত ঘোষণাপত্রের সঙ্গে একমত হতে পারিনি ।ফরে রাখাইন রাজ্যে চলমান সহিংসতার বিষয়টিকে ' অযথার্থ ' আখ্যা দিয়ে ঘোষণাপত্র থেকে নিজের প্রত্যাহার করে নেয় ।
করোনাভাইরাসের নয়া রুপ ওমিক্রন (বৈজ্ঞানিক নাম-বি ১.১.৫২৯) ।এটি ২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়।
সিদ্দিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশের পক্ষে প্রথম পেশাদার গলফার হিসেবে এশিয়ান ট্যুর (ব্রুনেই ওপেন ) শিরোপা জয় করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

উসাইন বোল্ট ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় 9.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েন
১৯৭৫ সালে প্রথম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।তখন ওয়ানডে ম্যাচ ছিল 60 ওভারের ।প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জয় করে।
Sustainable Development Goals হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world:The 2030 Agenda for Sustainable development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয় ,যা SDGs নামে পরিচিত ।SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।  
IMF ব্রেটন উডস ইন্সটিটিউশন এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান. ১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে 'ব্রেটন উডস সম্মেলন' অনুষ্ঠিত হয়।
- এতে ৪৪ টি দেশ অংশগ্রহণ করে ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন
- যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক (World Bank, IMF, ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয় .
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে ;এর ভিত্তিতেই IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে ।
- প্রতিষ্ঠানটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ।
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে ২৭ ডিসেম্বর ,১৯৪৫ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় .২৫ জুন,১৯৪৭ সালে এটি কার্যক্রম শুরু করে ।এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ।সংস্থাটি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ঋণ ও অনুদান প্রদান এবং উপদেষ্টা হিসেবে কাজ করে ।
১৯২৬ সালে ইম্পেরিয়াল সম্মলেনর পর যুক্তরাজ্যের উপনিবেশ ছিল এমন দেশগুলোকে নিয়ে ১৯৩১ সালে গঠিত হয় ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন । এরপর ২৮ এপ্রিল,১৯৪৯ সালে আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ নামে প্রতিষ্ঠিত হয় ।কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি ।এর সদর দপ্তর মার্লবোরো হাউজে অবস্থিত । কমনওয়েলথ এর প্রধান হিসেবে যুক্তরাজ্যের রাজা/রাণী দায়িত্ব পালং করে থাকে ।

আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ:
- কমনওয়েলথ সদস্য লাভ ঃ ১৮ এপ্রিল, ১৯৭২
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) সদস্য লাভ ঃ ১৭ মে, ১৯৭২
- IBRD সদস্য লাভ ঃ ১৭ আগস্ট, ১৯৭২
- IDA সদস্য লাভ ঃ ১৭ আগস্ট, ১৯৭২
- UNESCO সদস্য লাভ ঃ ২৭ অক্টোবর, ১৯৭২
- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) সদস্য লাভ ঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭৩
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদস্য লাভ ঃ ১২ নভেম্বর, ১৯৭৩
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান, এবং ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থ নিয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মসেতু। 

একজনজরে পদ্মা সেতু : 
• পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
• পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। (যা বিশ্বে প্রথম)
• পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
• ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল ৫২৪ কোটি টাকা।
• পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
• পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
• পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
• পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
• পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
• পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
• পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
• পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।
• প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
•  পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।
• পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
• পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
• পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
• পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
• পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।
• পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
• পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
• সেতুটি নির্মিত হলে দেশের মোট জিডিপি ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে।
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হল লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ।বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু ' পাশে দুটি করে মোট ৪ টি তারকা।এ মনোগ্রামটির ডিজাইনার হলেন এ.এন সাহা ।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট ।এর উচ্চতা ৮৮৫০ মিটার ।প্রথম নারী হিসাবে ১৯মে , ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন ।আর প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে,২০১০ সালে মুসা ইব্রাহিম । ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় নারী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১০ এপ্রিল,১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪ টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব .) এম .এ . জি  ওসমানী ৪ টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। নোয়াখালী , আখাউড়া ,ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয় ।
- এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার ।
২৮ অক্টোবর ,২০২১ সালে ফেসবুক ইনকর্পোরেশন এর নাম পরিবর্তন করে 'Meta Inc' নামকরণ করা হয় ।এটি ফেসবুক , ইন্সটাগ্রাম ,হোয়াটস অ্যাপ ও অকুলাস এর মূল ব্র্যান্ড নাম হিসেবে বিবেচিত হবে ।ফেসবুকের নতুন নাম Meta শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে ,যার অর্থ Beyond (গণ্ডির বাইরে )
কী-বোর্ডের যেসকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ন টাইপ করা হয় না ,কিন্তু অক্ষর বা বর্ন বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়,সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়।
যেমনঃ Ctl, Alt, Shift
key------------------function
Ctrl+B------------Bold text
Ctrl+E-----------Centering Text
Ctrl+C----------Copy text
Ctrl+F----------Find word


Python হল উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।Python ভাষার আবিস্কারক গুইডো ভ্যান রসম (নেদারল্যান্ড ) ১৯৮০ সালে এটি আবিস্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয় ।
কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয় ।Computer -কে দেয়া এ তথ্যই হচ্ছে Input।Computer কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হল-Keyboard,Mouse,Scanner,OMR,OCR,MICR,Microphone,Light Pen.
কম্পিউটার অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই ম্যালওয়্যার ।
- কম্পিউটার ভাইরাস ,ওয়ার্ম ,ট্রোজান হর্স ,রুটকিটস ,কিলগার ,স্পাইওয়্যার ,এডওয়্যার প্রভৃতি ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত ।
- এদের মধ্যে Spyware Malware একজন কম্পিউটার ও মোবাইল ব্যবহারকারীর অজান্তে ইন্সটল হয়ে যায় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়ে যায়।
- Spyware Malware টি ১৯৯৬ সালে প্রথম চালু হয়
কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয় ।Computer কে দেয়া তথ্যই হচ্ছে Input .আর input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে ।আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে ।আর Output এর প্রাপ্ত ফলাফলকে (data) প্রিন্ট করা যায়
কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে। মেমোরির ধারণ ক্ষমতা অনুযায়ী ঊর্ধ্বকর্ম সাজালে পাই -টেরাবাইট, গিগাবাইট , মেগাবাইট, কিলোবাইট

যেমনঃ
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)
মনে করি,
বার্ষিক মোট বিক্রয় =x টাকা
প্রশ্নমতে ,35000=10000+x এর 20%
বা, 35000-10000=x×20/100
বা,25000=x/5
বা,125000=x
x=125000

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কমিটি x/⁴C₁×কমিটি y/⁵C₁
=4×5=20
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0