Solution
Correct Answer: Option B
• যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে ।
• যেমন- ট্রেন স্টেশন ছেড়েছে।
• অন্য অপশনগুলোতে-
- গৃহহীনে গৃহ দাও -সম্প্রদান কারক;
- জিজ্ঞাসিব জনে জনে- কর্মকারক;
- বনে বাঘ আছে - অধিকরণ কারক ।