Solution
Correct Answer: Option C
- ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক।
- বিশ্বভ্রমণের অংশ হিসেবে ১৩৩৪ সালে তিনি মুহাম্মদ বিন তুঘলকের সময়ে দিল্লি আসেন।
- বাংলার শাসক ফখরুদ্দিন মুবারক শাহ আমলে ১৩৪৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম বন্দর দিয়ে তিনি বাংলায় প্রবেশ করেন।
- তিনি ১ মাস বাংলায় অবস্থান করেন।
- তার ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত বই হলো কিতাবুল রেহালা।