Which period is known as the 'Golden Age' of the novel in English literature?
Solution
Correct Answer: Option B
- ভিক্টোরিয়ান যুগে কবিতার পাশাপাশি গদ্য ও উপন্যাসের ব্যাপক প্রসার ঘটে।
- চার্লস ডিকেন্স, উইলিয়াম মেকপিস থ্যাকারে, জর্জ এলিয়ট, টমাস হার্ডি এবং ব্রন্টি বোনদের মতো কালজয়ী ঔপন্যাসিকদের অসামান্য অবদানের কারণে এই যুগকে ইংরেজি উপন্যাসের স্বর্ণযুগ বা 'Golden Age of the novel' বলা হয়।