Who was the first independent Sultan of Bengal who unified the different regions of Bengal and took the title 'Shah-i-Bangalah'?
Solution
Correct Answer: Option A
- বাংলার স্বাধীন সুলতানদের মহদজে হুসেন শাহি আমল ছিল সবচেয়ে গৌরবময় ।
- সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ।
- তাঁর ২৬ বছরের শাসনকালে বাংলায় জ্ঞান -বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল।
- এজন্য তাঁর শাসনকালকে বাংলায় মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় ।
- শামসুদ্দিন ইলিয়াস শাহ্ ১৩৪২ থেকে ১৪১২ পর্যন্ত সমগ্র বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন ।
- গিয়াস উদ্দিন আজম শাহ্ ১৩৯৩ থেকে ১৪১১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন ।
- নাসিরউদ্দিন মাহমুদ শাহ্ ১৪৩৫ থেকে ১৪৫৯ পর্যন্ত বাংলায় ইলিয়াস শাহী বংশের সুলতান ছিলেন ।
- তিনি বাংলার তিনটি প্রধান জনপদ (লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও) একত্রিত করে সমগ্র বাংলার অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
- এই ঐক্যের প্রতীক হিসেবে তিনি 'শাহ-ই-বাঙ্গালাহ' বা 'বাঙালির শাহ' উপাধি গ্রহণ করেন, যা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে।