Geography (48 টি প্রশ্ন )

- Downsizing is a dramatic reduction of manpower or workforce in a company or organization.
- It is usually done to reduce costs and improve efficiency. Downsizing can be a difficult and painful process for both employees and the company, but it can be necessary in order to remain competitive.
- ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- এটি 'দশসালা বন্দোবস্ত' নামেও পরিচিত।
- নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে।
- উল্লেখ্য, 'পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাস্বত্ব বিল (১৯৫০) পাসের মাধ্যমে শের-ই বাংলা এ.কে. ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।
- Equator বা নিরক্ষরেখায় দিন এবং রাতের দৈর্ঘ্য সারা বছর প্রায় সমান।
- কারণ নিরক্ষরেখা হল একমাত্র অক্ষাংশের রেখা যা সারা বছর সূর্যের সরাসরি আলো পায়।
- এর ফলে নিরক্ষরেখায় সূর্য প্রতিদিন একই সময়ে উদিত হয় এবং অস্ত যায়।

 

নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২২০- ২৭ ও ২৩০- ৪৪ উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬ ও ৯২০- ৩৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।


 

মহেশখালী উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের একটি দ্বীপ এবং স্বতন্ত্র উপজেলা; যা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত।আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার, এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। কক্সবাজার থেকে দ্বীপটির দূরত্ব ১২ কিলোমিটার।













 

Last Updated: 13 April, 2016








 

 






সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0