Constitution of Bangladesh (37 টি প্রশ্ন )
 

[last updated: 13 April, 2016]






 

বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম।

বর্ণনা :- লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ।বৃত্তের উপরের দিকে লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"নিচে লেখা "সরকার" এবং বৃত্তের উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা। ডিজাইনার :-এম এন সাহা।

আরও জানুনঃ

বাংলাদেশের জাতীয় প্রতীক।

বর্ণনা :-বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল । তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটো করে তারকা।

ডিজাইনার :-কামরুল হাসান ।



- ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা।
- কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস।
- এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।





 

সর্বশেষ ১৬ তম সংশোধনীঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ সংসদে পাস হয়। ২২ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে রাস্ট্রপতি স্বাক্ষর করেন। এ সংশোধনির মাধ্যমে সংবিধানের অণুচ্ছেদ ৯৬ এর পুনস্থাপন করা হয়। (Last Updated: 2 Feb, 2015)


 

সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদে অনুচ্ছেদে রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে





বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে।






বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় হলেও উপযুক্ত শিরোনাম , সংসদের দুই - তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে এটি সংশোধন করা যায় । ১৯৭২ সালে সংবিধান রচনার পর থেকে এ পর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে । বাংলাদেশের সংবিধান সর্ব প্রথম বঙ্গবন্ধু শাসনামলে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংশোধন করা হয় । প্রথম সংশোধনী পাশ হয় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর । এ সংশোধনের বিষয়বস্তু ছিল বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর অর্পণ । উল্লেখ্য , সংবিধানের ষোড়শ সংশোধনীকে হাইকোর্ট বিভাগ ২০১৬ সালের ৫ মে বৃহস্পতিবার অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করেন ।




সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0